ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

 

ইংল্যান্ডের প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • / 12
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

২০১০-১১ মৌসুমের পর এই বছর প্রথম কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন সাকিব আল হাসান। কিন্তু লম্বা ক্যারিয়ারে যে কলঙ্কের কালি তার গায়ে লাগেনি, সেটাই লাগলো এবার। মাত্র এক ম্যাচ খেলে ৯ উইকেট পাওয়া বাংলাদেশি তারকার বোলিং অ্যাকশনে ত্রুটির অভিযোগ তোলেন আম্পায়াররা। যার তিন মাস পর আজ (শুক্রবার) ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের সকল প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে।

ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তাদের দেওয়া তথ্যমতে– বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে স্বাধীন-নিরপেক্ষ পরীক্ষায় অংশ নেন সাকিব। যেখানে তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে। সে কারণে ১০ ডিসেম্বর থেকে সাকিবের নিষেধাজ্ঞা বহাল থাকবে ইসিবির প্রতিযোগিতায়।

গত সেপ্টেম্বরে কাউন্টির দল সারে’র হয়ে একটি টেস্ট খেলেন সাকিব। যেখানে বল হাতে তিনি ব্যাটারদের খাবি খাইয়েছেন। দুই ইনিংস মিলে শিকার করেন ৯ উইকেট। পরে ম্যাচ শেষে আম্পায়াররা সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ জানান। বলা হয়েছিল, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উৎরাতে হবে সাকিবকে। যে কারণে এ মাসের শুরুতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব।

লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ১৫ ডিগ্রির বেশি কনুই বাঁকানোয় নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাকিবকে। সেটি থেকে মুক্ত হতে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও পরীক্ষায় বসতে হবে। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা সাকিব এখন পর্যন্ত ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭১২ উইকেট শিকার করেছেন।

বর্তমানে ক্রিকেট ক্যারিয়ারের চূড়ান্ত সময়ে আছেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। তার আন্তর্জাতিক ক্যারিয়ার আরও দীর্ঘ করতে পারবেন কি না তা নিয়ে এই মুহূর্তে অনিশ্চয়তা রয়েছে। কারণ রাজনৈতিক কারণে তার দলে ফেরাটা কঠিন হয়ে উঠেছে, দেশের মাটিতে টেস্ট থেকে অবসর নিতে চাইলেও লক্ষ্য পূরণ হয়নি সাকিবের।

এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিনি ছিলেন না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের কোনো সিরিজ বাকি না থাকায়, তিনি আবারও জাতীয় দলে ফিরতে পারবেন কি না সেই শঙ্কা তৈরি হয়েছে!

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

ইংল্যান্ডের প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ

আপডেট সময় : ১০:৩২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

 

২০১০-১১ মৌসুমের পর এই বছর প্রথম কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন সাকিব আল হাসান। কিন্তু লম্বা ক্যারিয়ারে যে কলঙ্কের কালি তার গায়ে লাগেনি, সেটাই লাগলো এবার। মাত্র এক ম্যাচ খেলে ৯ উইকেট পাওয়া বাংলাদেশি তারকার বোলিং অ্যাকশনে ত্রুটির অভিযোগ তোলেন আম্পায়াররা। যার তিন মাস পর আজ (শুক্রবার) ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের সকল প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে।

ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তাদের দেওয়া তথ্যমতে– বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে স্বাধীন-নিরপেক্ষ পরীক্ষায় অংশ নেন সাকিব। যেখানে তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে। সে কারণে ১০ ডিসেম্বর থেকে সাকিবের নিষেধাজ্ঞা বহাল থাকবে ইসিবির প্রতিযোগিতায়।

গত সেপ্টেম্বরে কাউন্টির দল সারে’র হয়ে একটি টেস্ট খেলেন সাকিব। যেখানে বল হাতে তিনি ব্যাটারদের খাবি খাইয়েছেন। দুই ইনিংস মিলে শিকার করেন ৯ উইকেট। পরে ম্যাচ শেষে আম্পায়াররা সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ জানান। বলা হয়েছিল, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উৎরাতে হবে সাকিবকে। যে কারণে এ মাসের শুরুতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব।

লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ১৫ ডিগ্রির বেশি কনুই বাঁকানোয় নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাকিবকে। সেটি থেকে মুক্ত হতে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও পরীক্ষায় বসতে হবে। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা সাকিব এখন পর্যন্ত ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭১২ উইকেট শিকার করেছেন।

বর্তমানে ক্রিকেট ক্যারিয়ারের চূড়ান্ত সময়ে আছেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। তার আন্তর্জাতিক ক্যারিয়ার আরও দীর্ঘ করতে পারবেন কি না তা নিয়ে এই মুহূর্তে অনিশ্চয়তা রয়েছে। কারণ রাজনৈতিক কারণে তার দলে ফেরাটা কঠিন হয়ে উঠেছে, দেশের মাটিতে টেস্ট থেকে অবসর নিতে চাইলেও লক্ষ্য পূরণ হয়নি সাকিবের।

এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিনি ছিলেন না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের কোনো সিরিজ বাকি না থাকায়, তিনি আবারও জাতীয় দলে ফিরতে পারবেন কি না সেই শঙ্কা তৈরি হয়েছে!