মেলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১২০ ফুটের রথ
- আপডেট সময় : ০৮:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / 76
ভারতের কর্ণাটক রাজ্যের একটি মেলায় ১২০ ফুট উচ্চতার একটি রথ ভেঙে পড়েছে। শনিবার (৬ এপ্রিল) বেঙ্গালুরুর হুসকুর মাদ্দুরাম্মা মন্দিরে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বেঙ্গালুরুর আনেকালে একটি মেলার আয়োজন করা হয়েছিল। সেখানকার হুসকুর মাদ্দুরাম্মা মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর এই সময়ে মেলার আয়োজন করা হয়। আশপাশের ১০টিরও বেশি গ্রাম এই মেলায় অংশ নেয়। মেলা উপলক্ষে বিশাল রথ বানানো হয়। সেই রথের দড়ি টানার জন্য শয়ে শয়ে মানুষ ভিড় করেন।
রথটিকে মন্দির চত্বরে নিয়ে আসা হচ্ছিল। সেখান থেকেই রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মন্দির চত্বরে নিয়ে আসার সময়েই রথটি কোনও ভাবে সমতা হারিয়ে ফেলে। ফলে সেটি মাটিতে আছড়ে পড়ে। এই ঘটনায় মেলায় হুলস্থুল পড়ে যায়। যে সময় রথটিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় মেলায় খুব একটা ভিড় ছিল না। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। যদিও পরে আবার রথটিকে ট্র্যাক্টর এবং গরুর গাড়ির সাহায্যে আবার দাঁড় করানো হয়েছে।
গোটা ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। দেখা যায়, রথ ভেঙে পড়তেই এলাকায় ছোটাছুটি পড়ে যায়। প্রসঙ্গত, এক ধার্মিক মত অনুযায়ী এই ১২০ ফুটের বিশেষ রথ তৈরি হয়। ধর্মীয় রীতি মেনই সেখানে চলছিল মেলা। সেই উৎসবের মাঝে উদযাপনের তাল কাটে এই দুর্ঘটনায়। সবচেয়ে ভয়ানক যে বিষয়টি চোখে পড়ে, তা হল, অদ্ঙূতভাবে এলাকায় থাকা একটি বিদ্যুৎ পোলের কাছে গিয়েও রথটি সেখানে ভেঙে পড়েনি। বি্যুতের পোল বাঁচিয়ে রথ অন্যত্র পড়ে। ঘটনা ঘিরে স্বভাবতই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ন উপস্থিত সকলে। ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, এই সমাগমে হাজারের বেশি মানুষ আশপাশের ১০ টি গ্রাম থেকে পৌঁছন। সেখানে মেলা ঘিরে প্রতিবারই হয ভিড়। মূলত সেখানে হস্কার মাদ্দুরাম্মা মন্দিরে বার্ষিক বিশেষ পুজো ঘিরে এই রথযাত্রা আয়োজিত হয়। আর রথযাত্রা ঘিরেই এই মেলা। সেই মেলা প্রাঙ্গনে এমন ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। রথের ভয়াবহভাবে পড়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটিতে কাঠামোটি ভেঙে পড়ার সময় উত্তেজনাপূর্ণ মুহূর্ত দেখানো হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সাজানো কাঠামো, ষাঁড় দ্বারা টানা হচ্ছিল, আর তা পরে ভেঙে পড়ছে। এরপর কাঠামো ভেঙে পড়তেই তা ধুলো উড়িয়ে দেয়। জনতা ছুটে পালাতে থাকে। বেশ কিছু প্রাণী অস্বস্তিতে পড়ে যায়। সব মিলিয়ে চাঞ্চল্য তৈরি হয়। ভক্তরা রথটিকে চারদিকে দড়ি দিয়ে ওঠার চেষ্টা করলে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। ফুটেজে দর্শকদের নিরাপদে দৌড়াতে দেখা যায়। প্রতি বছর এই সময় এই রথের মেলা দেখতেই আনেকালে ভিড় করেন বহু ভক্ত।
নিউজটি শেয়ার করুন