শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মাজারে আলহাজ্ব কফিল উদ্দিনের শ্রদ্ধা জ্ঞাপন
- আপডেট সময় : ১২:১৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / 391
বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন করলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জনাব কফিল উদ্দিন
কামরুল হাসান:
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মাজারে শ্রদ্ধা জ্ঞাপন করলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জনাব কফিল উদ্দিন। গতকাল রোববার (১৩ অক্টোবর) দুপুরে সাভারের আমিনবাজার থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে তিনি এই শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় সাভার উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী ও সিনিয়র নেতৃবৃন্দ সহ জনাব আলহাজ্ব কফিল উদ্দিন। এ সময় আলহাজ্ব কফিল উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার অবদান বাংলাদেশের মানুষ কোন দিন ভুলতে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ জনগণের ভোটের মাধ্যমে বিএনপি’র বিজয় হবে এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে। একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করি এবং দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করে বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় বিএনপি বর্তমানে অতীতের যে কোন সময়ের চেয়ে অধিক শক্তিশালী। ইনশাল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে দলকে সুসংগঠিত করে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখব।
নিউজটি শেয়ার করুন