কাশ্মীর হামলায় কঠোর বার্তা মোদীর

- আপডেট সময় : ০৬:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / 2
কাশ্মীরের অনন্তনাগে ভয়াবহ জঙ্গি হামলার ৪৮ ঘণ্টা পর এই ঘটনা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিহারের মধুবনীতে এক জনসভা থেকে তিনি হামলাকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সভা শুরুর আগে পহেলগাঁও হামলায় নিহতদের স্মরণে দু’মিনিটের নীরবতা পালন করেন মোদী। এরপর বক্তব্যে বলেন, “২২ এপ্রিল সন্ত্রাসীরা পহেলগাঁওয়ে নির্মমভাবে নিরীহ পর্যটকদের হত্যা করেছে। এটি শুধুমাত্র মানুষের ওপর নয়, বরং ভারতের আত্মার ওপর হামলা।”
প্রধানমন্ত্রী জানান, “প্রতিটি জঙ্গি এবং তাদের যারা সাহায্য করেছে, কেউই রেহাই পাবে না। দুনিয়ার শেষ প্রান্তেও গিয়ে হলেও তাদের খুঁজে বের করে কল্পনাতীত শাস্তি দেওয়া হবে। এই বিষয়ে ভারতের অবস্থান অত্যন্ত কঠোর ও অটল।”
তিনি আরও বলেন, “এই হামলায় যাদের স্বজন নিহত হয়েছেন, তারা ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ কেউ বাংলার, কেউ ওড়িশার, কেউ গুজরাত বা বিহারের বাসিন্দা। এই হামলা পুরো ভারতবাসীর প্রতি আঘাত।”
কাশ্মীরের পর্যটননির্ভর অর্থনীতিতে এই হামলার প্রভাব নিয়েও প্রশ্ন উঠেছে। অনন্তনাগ জেলার বেইসারান উপত্যকায় ঘটেছে এই মর্মান্তিক হামলা, যেখানে নিহত হয়েছেন অন্তত ২৬ জন, আহত বহু। পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ হামলার দায় স্বীকার করেছে।
এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন।
প্রধানমন্ত্রী মোদী দৃঢ় কণ্ঠে জানান, “ভারত সুবিচারের পথে কোনো আপস করবে না। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে প্রয়োজনে আরও কঠোরভাবে।”