ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি বৈঠকে নেতানিয়াহু

ডেইলি আর্থ অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 1

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল

ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড গরম ও প্রবল বাতাসের কারণে দাবানল ছড়িয়ে পড়েছে একাধিক শহরে।

আতঙ্কগ্রস্ত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক ও ট্রেন চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বৈঠকে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার (২৩ এপ্রিল) রাতে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, মধ্য ইসরায়েলের মোশাভ তারুম এলাকায় আগুনের সূত্রপাত হয়।

তীব্র বাতাসে তা দ্রুত ছড়িয়ে পড়ে বেইত শেমেশ, এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওন শহরে। পরিস্থিতি এমন হয় যে, অনেক চালক রাস্তায় গাড়ি ফেলে প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হন।

ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির তথ্য অনুযায়ী, দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন ছয়টি জেলার ফায়ার সার্ভিসের কর্মীরা।

১১০টি অগ্নিনির্বাপক ইউনিট, ১১টি বিমান ও একটি হেলিকপ্টারের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তাদের সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), উদ্ধারকারী দল ও পুলিশও কাজ করছে।

আগুন ছড়িয়ে পড়া এলাকাগুলোতে সাধারণ মানুষকে সতর্ক থাকতে ও নিরাপদ দূরত্বে অবস্থানের নির্দেশ দিয়েছে পুলিশ।

জেরুজালেমের আকাশ ইতোমধ্যেই ধোঁয়ায় আচ্ছন্ন, যার প্রভাব পড়েছে বাতাসের মানের ওপর। রাজধানী থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের দাবানল থেকেও এ শহরে দূষণের প্রভাব স্পষ্ট।

ইতোমধ্যে আগুন নেভাতে গিয়ে সাতজন দমকলকর্মীসহ মোট নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তারা জানিয়েছেন, দাবানলের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় এখনও কেউ আটকা পড়ে আছে কিনা, তা নিশ্চিত হতে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, দাবানল এখন রুট ১ এবং রুট ৬-এর আশপাশে ছড়িয়ে পড়েছে। পেতাহিয়া ও পেদায়া শহরের সংলগ্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, রেহোভোট শহরের কাছের মহাসড়কজুড়ে ধোঁয়ার ঘন চাদরের ভেতর হেঁটে চলেছে মানুষ, আতঙ্কিত মুখে আশ্রয়ের খোঁজে।

উল্লেখ্য, দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মকালীন আবহাওয়ার কারণে ইসরায়েল অতীতেও বেশ কয়েকবার ভয়াবহ দাবানলের মুখে পড়েছে।

তবে এবারের আগুনের ব্যাপকতা ও দ্রুত বিস্তারের মাত্রা অনেক বেশি বলেই ধারণা করছে স্থানীয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি বৈঠকে নেতানিয়াহু

আপডেট সময় : ০৮:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ইসরায়েলের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড গরম ও প্রবল বাতাসের কারণে দাবানল ছড়িয়ে পড়েছে একাধিক শহরে।

আতঙ্কগ্রস্ত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক ও ট্রেন চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বৈঠকে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার (২৩ এপ্রিল) রাতে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, মধ্য ইসরায়েলের মোশাভ তারুম এলাকায় আগুনের সূত্রপাত হয়।

তীব্র বাতাসে তা দ্রুত ছড়িয়ে পড়ে বেইত শেমেশ, এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওন শহরে। পরিস্থিতি এমন হয় যে, অনেক চালক রাস্তায় গাড়ি ফেলে প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হন।

ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির তথ্য অনুযায়ী, দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন ছয়টি জেলার ফায়ার সার্ভিসের কর্মীরা।

১১০টি অগ্নিনির্বাপক ইউনিট, ১১টি বিমান ও একটি হেলিকপ্টারের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তাদের সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), উদ্ধারকারী দল ও পুলিশও কাজ করছে।

আগুন ছড়িয়ে পড়া এলাকাগুলোতে সাধারণ মানুষকে সতর্ক থাকতে ও নিরাপদ দূরত্বে অবস্থানের নির্দেশ দিয়েছে পুলিশ।

জেরুজালেমের আকাশ ইতোমধ্যেই ধোঁয়ায় আচ্ছন্ন, যার প্রভাব পড়েছে বাতাসের মানের ওপর। রাজধানী থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের দাবানল থেকেও এ শহরে দূষণের প্রভাব স্পষ্ট।

ইতোমধ্যে আগুন নেভাতে গিয়ে সাতজন দমকলকর্মীসহ মোট নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তারা জানিয়েছেন, দাবানলের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় এখনও কেউ আটকা পড়ে আছে কিনা, তা নিশ্চিত হতে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, দাবানল এখন রুট ১ এবং রুট ৬-এর আশপাশে ছড়িয়ে পড়েছে। পেতাহিয়া ও পেদায়া শহরের সংলগ্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, রেহোভোট শহরের কাছের মহাসড়কজুড়ে ধোঁয়ার ঘন চাদরের ভেতর হেঁটে চলেছে মানুষ, আতঙ্কিত মুখে আশ্রয়ের খোঁজে।

উল্লেখ্য, দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মকালীন আবহাওয়ার কারণে ইসরায়েল অতীতেও বেশ কয়েকবার ভয়াবহ দাবানলের মুখে পড়েছে।

তবে এবারের আগুনের ব্যাপকতা ও দ্রুত বিস্তারের মাত্রা অনেক বেশি বলেই ধারণা করছে স্থানীয় প্রশাসন।