মোদির প্রত্যাশা, মমতার কটাক্ষ
- আপডেট সময় : ১০:৪৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- / 98
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে এবার ৪০০ আসনের বেশি চান বিজেপির নরেন্দ্র মোদি। তিনি মঙ্গলবার (১৬ এপ্রিল) পশ্চিমবঙ্গে এসে এই প্রত্যাশার কথা জানান। আরেক নির্বাচনী সভায় বিজেপির সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দলটিকে ‘ভোটের পাখি’ বললেন মমতা। এভাবে আজ পশ্চিমবঙ্গে দুই দলের মুখের লড়াই চলল।
আর মাত্র একদিন। এরপরই শুরু হবে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ। শেষ মুহূর্তের প্রচারণায় একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণে ব্যস্ত সময় পার করছেন হেভিওয়েট প্রার্থীরা।
মঙ্গলবার বালুরঘাটে দলীয় নির্বাচনী সভা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আগামী ৪ জুন নির্বাচনের ফল ঘোষণার পর দেখা যাবে, ৪০০ আসনেই জয় পাবে বিজেপি।
এছাড়া নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি মমতার কঠোর সমালোচনা করেন এ বিজেপি নেতা।
তবে, বাকযুদ্ধে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতাও। মোদির এমন বক্তব্যে ভবিষ্যৎবাণী করে তিনি বলেন,
দুশ আসনও পাবে না বিজেপি। আর সিএএ তো কোনোভাবেই বাস্তবায়ন করতে দেয়া হবে না।
আগামী ১৯ এপ্রিল ভারতের ২১ রাজ্যে প্রথম দফায় ১০২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিনই প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই হাজার প্রার্থী। চলতি বছর দেশটিতে ২ হাজার ৬শ ৬০টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনী যুদ্ধে লড়াই করবে। আর ভোট দেবেন প্রায় ৯৭ কোটি ভোটার।