স্মার্টফোনে তারহীন চার্জার
- আপডেট সময় : ১০:৫৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / 11
ঘুরতে যাওয়া বা অফিসের তাড়ায় ভুলে চার্জিং কেবল বাসাতেই থেকে যায়। মনের ছোট্ট ভুলের কারণে অনেক সময় ভ্রমণ বা জরুরি কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায়।
দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে প্রযুক্তিতে এখন নতুন সংযোজন ম্যাগপাওয়ার ওয়্যারলেস চার্জার। প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স নোট ৪০এস মডেলের সঙ্গে পণ্যটি উপহার হিসেবে সংযুক্ত করেছে।
জানা গেছে, আগে শুধু নোট ৪০ প্রো মডেলের সঙ্গে ম্যাগপাওয়ার সংযুক্ত ছিল, যা এখন থেকে নোট ৪০এস মডেলের সঙ্গে ফ্রি পাওয়া যাবে।
ব্র্যান্ডটি গ্রাহকের প্রতিদিনের জীবনকে স্মার্ট ও সহজ করতে এমন ঘোষণা দিয়েছে। উদ্ভাবনী মডেলের বিশেষ ফিচার হিসেবে যুক্ত করা হলো ওয়্যারলেস চার্জিং, যা ডিভাইসের সুবিধাকে সমৃদ্ধ করবে। মধ্যম বাজেটের মডেলে যুক্ত হলো ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি।
তারহীন চার্জিং এ প্রযুক্তি জট পাকানো কেবল ও ভারী চার্জারের সমস্যা দূর করার সঙ্গে দিনভর ফোনের চার্জিং সমস্যার সহজ সমাধান করে।
ভ্রমণে জরুরি কাজের সময় আশপাশে পাওয়ার আউটলেট না থাকার সমস্যা থেকে সহজে রেহাই দেয় বহনযোগ্য ম্যাগপাওয়ার।
ওয়্যারলেস চার্জার দিয়ে এখন শুধু স্মার্টফোন নয়, বরং ইয়ারবাড ও স্মার্টওয়াচের মতো অন্যসব ডিভাইসও চার্জ করা সম্ভব।