অক্সিজেন ছাড়াই বাঁচে যে প্রাণী
- আপডেট সময় : ১২:৫৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / 18
বেঁচে থাকার জন্য প্রাণীর শরীরে অক্সিজেনের প্রয়োজন। অক্সিজেন শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে দেহের কোষে পৌঁছায় এবং শরীরের কাজ চালিয়ে যেতে শক্তি সরবরাহ করে। তবে এই ধারণা চ্যালেঞ্জ করেছে এক বিস্ময়কর প্রাণী।
২০২০ সালে ইসরায়েলের একদল বিজ্ঞানী এমন এক পরজীবীর সন্ধান পান, যেটা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে সক্ষম।
এই পরজীবীর নাম হেনেগুইয়া সালমিনিকোলা (Henneguya salminicola)। এটা দেখতে অনেকটা জেলিফিশের মতো এবং স্যামন মাছের শরীরে বাস করে।
প্রাণীর শরীরে শক্তি উৎপাদনের প্রধান মাধ্যম হলো মাইটোকন্ড্রিয়া। সাধারণত, মাইটোকন্ড্রিয়া অক্সিজেনকে ভেঙে এটিপি (ATP) নামে একটি শক্তির অণু তৈরি করে।
এই ব্যাপারটাই শরীরের প্রতিটি কাজ চালাতে সাহায্য করে। কিন্তু হেনেগুইয়া সালমিনিকোলার শরীরেমাইটোকন্ড্রিয়াল জিনোম নেই। অর্থাৎ তাদের শরীরের কোষে মাইটোকন্ড্রিয়ার কাজ করার ব্যবস্থা নেই। তাই এই পরজীবী অক্সিজেনের ছাড়াই বেঁচে থাকতে পারে।
গবেষণায় দেখা গেছে, এই পরজীবী তার জিন পরিবর্তন এমনভাবে ঘটিয়েছে যে, এটি এখন পুরোপুরি অক্সিজেনবিহীন পরিবেশেও বেঁচে থাকতে পারে। সাধারণত পরজীবীরা অন্য প্রাণীর দেহে থেকে তাদের জীবনের প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে। স্যামন মাছের শরীরেই হেনেগুইয়া সালমিনিকোলা তার শক্তির চাহিদা মেটায় এবং এভাবে অক্সিজেন ছাড়াই জীবিত থাকে।
এই আবিষ্কার প্রাণ-বিজ্ঞানের নতুন সম্ভাবনা উন্মোচন করেছে। বিজ্ঞানী এতদিন ধরে ভাবতেন, অক্সিজেন ছাড়া বহুকোষী প্রাণীর অস্তিত্ব সম্ভব নয়।
তবে হেনেগুইয়া সালমিনিকোলা দেখিয়েছে যে, এমন প্রাণী রয়েছে যারা অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে। এর মাধ্যমে বিজ্ঞানীরা ধারণা করছেন, অক্সিজেনবিহীন গ্রহেও হয়তো জীবনের অস্তিত্ব থাকতে পারে।
সূত্র: বিবিসি নেচার
নিউজটি শেয়ার করুন