শোবিজ অঙ্গনে বহুদিন ধরেই গুঞ্জন চাউর হয়েছে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান বিয়ে করেছেন। তবে কাকে বিয়ে করেছেন, পাত্রির পরিচয় কী- সে বিষয় নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা! তবে শুক্রবার রাত থেকে একটি ছবির সূত্র ধরে এবার তাহসানের সেই সঙ্গীটিও আলোচনায়!
সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসানের সঙ্গে একজন নারীর একটি স্থিরচিত্র ভাইরাল হয়েছে! ছবিতে দেখা যাচ্ছে, হাস্যোজ্জ্বল সেই নারীটিকে জড়িয়ে ধরে আছেন তাহসান খান। এর পরেই ওই নারীর আরও বেশ কয়েকটি সিঙ্গেল ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবিগুলো দিয়ে অনেকেই জানান দিচ্ছিলেন তাহসানের সঙ্গীটির পরিচয়ের নাড়ীনক্ষত্র। মেয়েটির পরিচয় দিয়ে বলা হয়েছে, তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট।
‘হোম ফর লাইফ’ হ্যাশট্যাগ দিয়ে তাহসান লিখেছেন, নিজেরই লেখা গান ‘সেই তুমি কে?’র কয়েক লাইন!
নিজের লেখা গানের এই কয়েক লাইন তুলে ধরার পর সঙ্গীটির আর আলাদা পরিচয় দেয়ার প্রয়োজন মনে করেননি তাহসান! ভক্ত অনুরাগীরা সেই পোস্টে অভিনন্দনের বার্তায় ভাসিয়ে তুলেছেন দুজনকে।