ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • / 102
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলের অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানার শ্রমিকরা।

আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে সড়কে বৈদ্যুতিক খুটি, বাঁশ ও কাঠ ফেলে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা৷ এতে সড়কটিকে অন্তত দুই কিলোমিটার যানজট দেখা দেয়। পরে বেলা সাড়ে ১২টায় পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ ও ফতুল্লা মডেল থানা পুলিশকে জলকামান নিয়ে সড়কে দেখা গেছে৷

কারখানার শ্রমিকরা জানান, গত ৮ এপ্রিল দুপুর পর্যন্ত কাজ করার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়৷ ঈদের আগে বোনাস পেলেও মার্চ মাসের বেতনটি তাদের বকেয়া ছিল৷ কারখানার মালিক ঈদের আগেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মার্চ মাসের বেতন পরিশোধ করবেন বলে আশ্বাস দিলেও তা পাননি শ্রমিকরা৷ এতে ঈদের মধ্যে অর্থসংকটে দিন কাটিয়েছেন বলে জানান শ্রমিকরা৷ এমন পরিস্থিতিতে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ক্রোনি গ্রুপের রপ্তানিমুখী এ পোশাক কারখানাতে ৬ হাজার শ্রমিক কর্মরত রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ৷

কারখানাটির সুইং অপারেটর মো. মাসুদ জানান, এপ্রিলের ৮ তারিখ কারখানা বন্ধের সময় মোবাইলে বেতন পরিশোধের আশ্বাস দিয়েও কথা রাখেনি মালিকপক্ষ৷ গত ৮ মাস যাবৎ বেতন নিয়ে এভাবে গড়িমসি করছে মালিকপক্ষ৷ বেতনের দাবিতে রাস্তায় না নামলে বেতন পাচ্ছেন না শ্রমিকরা৷

‘ঈদের দিনও বারবার মোবাইল চেক করছি৷ এই মনে হয় বেতন ঢুকলো, এই আশায়৷ কিন্তু কোনো বেতন আসেনি৷ আপনারা ভাবতেও পারবেন না ঈদের সময় বেতন না পেলে কীভাবে শ্রমিকরা দিন কাটায়৷ আমাদের এবার ঈদে কোনো আনন্দ ছিল না৷ অন্তত অর্ধেক বেতন দিলেও হতো৷’

ঈদের আগে বেতন না পাওয়াতে গ্রামে যেতে পারেননি বলে জানান সুমাইয়া নামে আরেক শ্রমিক৷ তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে৷ বাসের টিকেট কেটেও গ্রামে যেতে পারেননি বলে দাবি তার৷ তিনি বলেন, ‘আমরা যারা ক্রোনির শ্রমিক। তাদের কোনো ঈদ বা উৎসব নেই৷ প্রতি মাসে বেতনের লাইগা রাস্তায় নামতে হয়৷ বাসের টিকেট কাইটাও বাড়ি (গ্রামে) যাইতে পারি নাই৷ টাকা নাই, বাড়ি গিয়া কী করমু? আমাগো ঈদের আনন্দটাও শ্যাষ কইরা দিছে ক্রোনির মালিক।’

ঘটনাস্থলে থাকা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তছলিম উদ্দিন বলেন, শ্রমিকরা মার্চ মাসের বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অবরোধের কারণে অন্তত দুই কিলোমিটার যানজট দেখা দেয়৷

ক্রোনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানি বলেন, ‘ঈদের আগে সব শ্রমিককে বোনাস দিয়েছি। কিন্তু শিপমেন্ট ঠিকমতো না হওয়ায় মার্চের বেতনটা দিতে পারিনি৷ আমরা আগামী বুধবারের মধ্যে সবার বেতন পরিশোধ করে দেবো৷’

তিনি আরও বলেন, ‘বেতন দেওয়ার কথা আগেই বলেছি। কিন্তু এরপরও শ্রমিকদের একটা গ্রুপ আন্দোলন করছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট সময় : ০২:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪

মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলের অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানার শ্রমিকরা।

আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে সড়কে বৈদ্যুতিক খুটি, বাঁশ ও কাঠ ফেলে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা৷ এতে সড়কটিকে অন্তত দুই কিলোমিটার যানজট দেখা দেয়। পরে বেলা সাড়ে ১২টায় পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ ও ফতুল্লা মডেল থানা পুলিশকে জলকামান নিয়ে সড়কে দেখা গেছে৷

কারখানার শ্রমিকরা জানান, গত ৮ এপ্রিল দুপুর পর্যন্ত কাজ করার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়৷ ঈদের আগে বোনাস পেলেও মার্চ মাসের বেতনটি তাদের বকেয়া ছিল৷ কারখানার মালিক ঈদের আগেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মার্চ মাসের বেতন পরিশোধ করবেন বলে আশ্বাস দিলেও তা পাননি শ্রমিকরা৷ এতে ঈদের মধ্যে অর্থসংকটে দিন কাটিয়েছেন বলে জানান শ্রমিকরা৷ এমন পরিস্থিতিতে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ক্রোনি গ্রুপের রপ্তানিমুখী এ পোশাক কারখানাতে ৬ হাজার শ্রমিক কর্মরত রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ৷

কারখানাটির সুইং অপারেটর মো. মাসুদ জানান, এপ্রিলের ৮ তারিখ কারখানা বন্ধের সময় মোবাইলে বেতন পরিশোধের আশ্বাস দিয়েও কথা রাখেনি মালিকপক্ষ৷ গত ৮ মাস যাবৎ বেতন নিয়ে এভাবে গড়িমসি করছে মালিকপক্ষ৷ বেতনের দাবিতে রাস্তায় না নামলে বেতন পাচ্ছেন না শ্রমিকরা৷

‘ঈদের দিনও বারবার মোবাইল চেক করছি৷ এই মনে হয় বেতন ঢুকলো, এই আশায়৷ কিন্তু কোনো বেতন আসেনি৷ আপনারা ভাবতেও পারবেন না ঈদের সময় বেতন না পেলে কীভাবে শ্রমিকরা দিন কাটায়৷ আমাদের এবার ঈদে কোনো আনন্দ ছিল না৷ অন্তত অর্ধেক বেতন দিলেও হতো৷’

ঈদের আগে বেতন না পাওয়াতে গ্রামে যেতে পারেননি বলে জানান সুমাইয়া নামে আরেক শ্রমিক৷ তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে৷ বাসের টিকেট কেটেও গ্রামে যেতে পারেননি বলে দাবি তার৷ তিনি বলেন, ‘আমরা যারা ক্রোনির শ্রমিক। তাদের কোনো ঈদ বা উৎসব নেই৷ প্রতি মাসে বেতনের লাইগা রাস্তায় নামতে হয়৷ বাসের টিকেট কাইটাও বাড়ি (গ্রামে) যাইতে পারি নাই৷ টাকা নাই, বাড়ি গিয়া কী করমু? আমাগো ঈদের আনন্দটাও শ্যাষ কইরা দিছে ক্রোনির মালিক।’

ঘটনাস্থলে থাকা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তছলিম উদ্দিন বলেন, শ্রমিকরা মার্চ মাসের বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অবরোধের কারণে অন্তত দুই কিলোমিটার যানজট দেখা দেয়৷

ক্রোনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানি বলেন, ‘ঈদের আগে সব শ্রমিককে বোনাস দিয়েছি। কিন্তু শিপমেন্ট ঠিকমতো না হওয়ায় মার্চের বেতনটা দিতে পারিনি৷ আমরা আগামী বুধবারের মধ্যে সবার বেতন পরিশোধ করে দেবো৷’

তিনি আরও বলেন, ‘বেতন দেওয়ার কথা আগেই বলেছি। কিন্তু এরপরও শ্রমিকদের একটা গ্রুপ আন্দোলন করছে।’