সংবাদ শিরোনাম ::
বান্দরবানের তিন উপজেলায় ভোট স্থগিত
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
- / 108
যৌথ অপারেশন পরিচালিত হবার কারণে বান্দরবানের থানচি, রুমা, রুয়াংছড়ি উপজেলা নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নির্বাচনে উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান ইসি সচিব জাহাংগীর আলম।
ইসি সচিব বলেন, বর্তমানে বান্দরবানের থানচি, রোমা ও রোয়াংছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। তাই এ তিন উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে।
এসময় তিনি আরও বলেন, নির্বাচনে কোন সহিংসতা হবে এমন তথ্য নেই। আশা করছি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। ভোটারদের নিরাপত্তার স্বার্থে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, ৮ মে প্রথম ধাপে রোয়াংছড়ি, থানচি ও রুমাসহ বান্দরবানের সাতটি উপজেলার মধ্যে ভোট হওয়ার কথা ছিল।