চলন্ত ট্রেনে স্ত্রীকে তালাক দিয়ে লাপাত্তা স্বামী!
- আপডেট সময় : ১১:৪৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / 88
বিয়ের পরপরই স্বামীর সঙ্গে ট্রেন সফর, কিন্তু সেই সফরেই ভেঙে গেল তরুণীর সংসার। ট্রেন যখন স্টেশনে ঢুকবে ঢুকবে করছে, ঠিক তখনই চলন্ত ট্রেনে হঠাৎ ‘তালাক-তালাক-তালাক’ বলে চিৎকার করে ট্রেন থেকে লাফিয়ে নেমে যান তরুণীর স্বামী। খবর আনন্দবাজার পত্রিকার।
সোমবার (২৯ এপ্রিল) উত্তর প্রদেশের ঝাঁসি স্টেশনের কাছে এমন ঘটনা ঘটে। পরে পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী।
পুলিশের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, রোববার উত্তর প্রদেশের কানপুর দেহাতের পুখরায়া স্টেশন থেকে ভোপালগামী একটি ট্রেনে ওঠেন আরশাদ ও আফসানা। আরশাদ পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার।
জিজ্ঞাসাবাদে আফসানা পুলিশকে জানান, গত ১২ জানুয়ারি বিয়ে হয় আফসানা ও আরশাদের। ‘ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইট’ থেকে তাদের আলাপ হয় এবং সেই আলাপ থেকেই বিয়ে। কিন্তু বিয়ের পর আরশাদের পৈতৃক বাড়িতে গিয়ে আফসানা চমকে ওঠেন। জানতে পারেন, আরশাদ আগেই বিবাহিত। এ নিয়ে আরশাদের সঙ্গে ঝামেলা শুরু হয় আফসানার। পণের জন্য শ্বশুরবাড়ির লোকজনও অশান্তি শুরু করেন।
আফসানার অভিযোগ, সেই অশান্তি চলাকালীন আরশাদের সঙ্গে ভোপাল যাওয়ার জন্য রওনা দেন তিনি। তাতেই ঘটে বিপত্তি। ‘তিন তালাক’ দিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে পালিয়ে যান তার স্বামী আরশাদ।
আফসানার অভিযোগের ভিত্তিতে পলাতক আরশাদকে খুঁজে বের করতে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ।