ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিরল কীর্তির সামনে সাকিব

স্পোর্টস রিপোর্ট
  • আপডেট সময় : ১১:২৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
  • / 105
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে এ রাজত্ব ধরে রেখেছেন বাংলাদেশের পোস্টারবয়। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই ১০ মাস পর ক্রিকেটের ছোট এই ফরম্যাটে সাকিবের আগমন। প্রথম ম্যাচেই জাতীয় দলে গতকাল নিজের গ্রহণযোগ্যতার জানান দিয়েছেন বল হাতে। যদিও নিন্দুকরা বলবে প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

ব্যক্তিগত অনেক রেকর্ড গড়েছেন বাংলাদেশের নাম্বার সেভেনটি ফাইভ। এবার বিশ্বআসরে আরও একটি রেকর্ডের সামনে টাইগার অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপে আর ৩টি উইকেট নিলেই সাকিব বিশ্বের প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়বেন। আবার সাকিব ক্রিকেটের ছোট এই ফরম্যাটের বিশ্বকাপের বাংলাদেশ ও বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারিও। বর্তমানে তার উইকেট সংখ্যা ৪৭টি।

বড় কোনো ইনজুরির ঘটনা না ঘটলে সাকিবকে নিয়ে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে তা নিশ্চিত। সাকিবের পরবর্তীতে এই তালিকায় যে ৫ উইকেট শিকারি আছেন তারা সকলেই চলে গেছেন অবসরে। তারপর যিনি আছেন তিনি শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। যদিও তিনি ইনজুরি নিয়ে এখনো লড়াই করছেন। তার উইকেট সংখ্যা মাত্র ৩১।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম আসর আরও একটি রেকর্ডের সামনে সাকিব। এ আসরের প্রথম ম্যাচে সাকিব মাঠে নামলেই এখন পর্যন্ত সবকটি বিশ্বকাপ খেলা দুই ক্রিকেটারের একজন হবেন টাইগার অলরাউন্ডার। তালিকার বাকি নামটি ভারতের রোহিত শর্মার।

তবে রোহিত-সাকিব সমান বিশ্বকাপ খেললেও সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রোহিতের কাছে। দ্বিতীয় স্থানে রয়েছে সাকিব। টাইগার অলরাউন্ডার এখন পর্যন্ত বিশ্বকাপের ৮ আসরে ৩৬টি ম্যাচ খেলেছেন। যেখানে রোহিতের ম্যাচের সংখ্যা ৩৯টি। এর কারণও রয়েছে। রোহিত ২০০৭ ও ২০১৪ সালে ফাইনাল খেলেছেন। রোহিত, সাকিবের পরেই বিশ্বআসরে সর্বোচ্চ ম্যাচ অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের (৩৪)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিরল কীর্তির সামনে সাকিব

আপডেট সময় : ১১:২৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে এ রাজত্ব ধরে রেখেছেন বাংলাদেশের পোস্টারবয়। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই ১০ মাস পর ক্রিকেটের ছোট এই ফরম্যাটে সাকিবের আগমন। প্রথম ম্যাচেই জাতীয় দলে গতকাল নিজের গ্রহণযোগ্যতার জানান দিয়েছেন বল হাতে। যদিও নিন্দুকরা বলবে প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

ব্যক্তিগত অনেক রেকর্ড গড়েছেন বাংলাদেশের নাম্বার সেভেনটি ফাইভ। এবার বিশ্বআসরে আরও একটি রেকর্ডের সামনে টাইগার অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপে আর ৩টি উইকেট নিলেই সাকিব বিশ্বের প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়বেন। আবার সাকিব ক্রিকেটের ছোট এই ফরম্যাটের বিশ্বকাপের বাংলাদেশ ও বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারিও। বর্তমানে তার উইকেট সংখ্যা ৪৭টি।

বড় কোনো ইনজুরির ঘটনা না ঘটলে সাকিবকে নিয়ে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে তা নিশ্চিত। সাকিবের পরবর্তীতে এই তালিকায় যে ৫ উইকেট শিকারি আছেন তারা সকলেই চলে গেছেন অবসরে। তারপর যিনি আছেন তিনি শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। যদিও তিনি ইনজুরি নিয়ে এখনো লড়াই করছেন। তার উইকেট সংখ্যা মাত্র ৩১।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম আসর আরও একটি রেকর্ডের সামনে সাকিব। এ আসরের প্রথম ম্যাচে সাকিব মাঠে নামলেই এখন পর্যন্ত সবকটি বিশ্বকাপ খেলা দুই ক্রিকেটারের একজন হবেন টাইগার অলরাউন্ডার। তালিকার বাকি নামটি ভারতের রোহিত শর্মার।

তবে রোহিত-সাকিব সমান বিশ্বকাপ খেললেও সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রোহিতের কাছে। দ্বিতীয় স্থানে রয়েছে সাকিব। টাইগার অলরাউন্ডার এখন পর্যন্ত বিশ্বকাপের ৮ আসরে ৩৬টি ম্যাচ খেলেছেন। যেখানে রোহিতের ম্যাচের সংখ্যা ৩৯টি। এর কারণও রয়েছে। রোহিত ২০০৭ ও ২০১৪ সালে ফাইনাল খেলেছেন। রোহিত, সাকিবের পরেই বিশ্বআসরে সর্বোচ্চ ম্যাচ অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের (৩৪)।