ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

 

৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন চমক

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • / 46
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

শোবিজ অঙ্গনে বিয়ে মানে খুব বেশি ধুমধাম আয়োজন সাথে এত শত আলোচনা-সমালোচনা। সেক্ষেত্রে ব্যতিক্রম ছোট পর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক। কোনো ঢাকঢোল না পিটিয়েই চুপিসারে সেরে নিয়েছেন বিয়ে। নিজের নামের সার্থকতা রেখে গত সোমবার বিয়ের খবর প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।

ওইদিনই সামাজিক মাধ্যমে নিজের বিয়ের খবরটি প্রায় নিশ্চিত করেন অভিনেত্রী। জানান, পছন্দের মানুষটির সঙ্গেই আংটিবদল হয়েছে তার। পরে গত শুক্রবার এক ফেসবুক পোস্টে হবু স্বামীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন চমক। সেখানেই নিজের বিয়ে সম্পন্নের পাকা খবর জানান অভিনেত্রী।

তবে এতেও শান্ত হননি চমক। বিয়ের খুবই সাদামাটা আয়োজন করে ভক্তদের আবারও চমকে দিয়েছেন তিনি। জানালেন, মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে সেরেছেন অভিনেত্রী!

শুক্রবার (২১ জুন) আজমান নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। মাত্র ৯ টাকা দেনমোহরে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে এ প্রসঙ্গে চমক লিখেছেন, ‘বন্ধুরা, ৯ আমার লাকি নাম্বার। যেহেতু আমার জন্মদিন ৯ই জুলাই, তাই আমরা সিদ্ধান্ত নেই যে কাবিন ৯ টাকা রাখব। কারণ আমরা দুজনেই বিশ্বাস করি সুখী দাম্পত্যের জন্য অর্থ কখনো বড় বিষয় নয়। আমাদের বিশ্বাস, ভালোবাসা ঐশ্বরিক, যা আমাদের সারাজীবন একসঙ্গে রাখবে।’

বিয়ের আয়োজন নিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা খুব সাধারণভাবে বিয়ে সেরেছি। কয়েকজন ঘনিষ্ঠ সুখী মানুষদের নিয়ে মাদ্রাসায় বাচ্চাদের সঙ্গে খাওয়া-দাওয়া করেছি। সবকিছু খুবই সহজ-স্বাভাবিক রেখেছি। পরিবারের পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল।’

নাসির পেশায় ব্যবসায়ী। গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয় করছেন তিনি। চলতি বছরের এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে চমকের সঙ্গে দেখা গেছে তাকে।

এর আগে ফেসবুকে একটি ছবি দিয়ে আংটি বদলের কথা জানিয়েছিলেন চমক। ক্যাপশনে লিখেছিলেন, ‘বন্ধুরা, আমরা একে অপরের প্রেমে পড়েছি! আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি।’

শুক্রবার ফেসবুকে স্টোরিসহ বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেছেন চমক। স্টোরির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন- ‘আলহামদুলিল্লাহ’।

ওই ছবিতে দেখা যায়, লাল রঙের একটি শাড়ি পরেছেন চমক। সঙ্গে সোনালি রঙের কুন্দনের গয়না ও হালকা মেকআপে বউ সেজেছেন তিনি। অন্যদিকে অভিনেত্রীর স্বামী পরেছেন সাদা রঙের শেরওয়ানি।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন চমক

আপডেট সময় : ০৯:০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪

 

শোবিজ অঙ্গনে বিয়ে মানে খুব বেশি ধুমধাম আয়োজন সাথে এত শত আলোচনা-সমালোচনা। সেক্ষেত্রে ব্যতিক্রম ছোট পর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক। কোনো ঢাকঢোল না পিটিয়েই চুপিসারে সেরে নিয়েছেন বিয়ে। নিজের নামের সার্থকতা রেখে গত সোমবার বিয়ের খবর প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।

ওইদিনই সামাজিক মাধ্যমে নিজের বিয়ের খবরটি প্রায় নিশ্চিত করেন অভিনেত্রী। জানান, পছন্দের মানুষটির সঙ্গেই আংটিবদল হয়েছে তার। পরে গত শুক্রবার এক ফেসবুক পোস্টে হবু স্বামীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন চমক। সেখানেই নিজের বিয়ে সম্পন্নের পাকা খবর জানান অভিনেত্রী।

তবে এতেও শান্ত হননি চমক। বিয়ের খুবই সাদামাটা আয়োজন করে ভক্তদের আবারও চমকে দিয়েছেন তিনি। জানালেন, মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে সেরেছেন অভিনেত্রী!

শুক্রবার (২১ জুন) আজমান নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। মাত্র ৯ টাকা দেনমোহরে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে এ প্রসঙ্গে চমক লিখেছেন, ‘বন্ধুরা, ৯ আমার লাকি নাম্বার। যেহেতু আমার জন্মদিন ৯ই জুলাই, তাই আমরা সিদ্ধান্ত নেই যে কাবিন ৯ টাকা রাখব। কারণ আমরা দুজনেই বিশ্বাস করি সুখী দাম্পত্যের জন্য অর্থ কখনো বড় বিষয় নয়। আমাদের বিশ্বাস, ভালোবাসা ঐশ্বরিক, যা আমাদের সারাজীবন একসঙ্গে রাখবে।’

বিয়ের আয়োজন নিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা খুব সাধারণভাবে বিয়ে সেরেছি। কয়েকজন ঘনিষ্ঠ সুখী মানুষদের নিয়ে মাদ্রাসায় বাচ্চাদের সঙ্গে খাওয়া-দাওয়া করেছি। সবকিছু খুবই সহজ-স্বাভাবিক রেখেছি। পরিবারের পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল।’

নাসির পেশায় ব্যবসায়ী। গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয় করছেন তিনি। চলতি বছরের এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে চমকের সঙ্গে দেখা গেছে তাকে।

এর আগে ফেসবুকে একটি ছবি দিয়ে আংটি বদলের কথা জানিয়েছিলেন চমক। ক্যাপশনে লিখেছিলেন, ‘বন্ধুরা, আমরা একে অপরের প্রেমে পড়েছি! আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি।’

শুক্রবার ফেসবুকে স্টোরিসহ বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেছেন চমক। স্টোরির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন- ‘আলহামদুলিল্লাহ’।

ওই ছবিতে দেখা যায়, লাল রঙের একটি শাড়ি পরেছেন চমক। সঙ্গে সোনালি রঙের কুন্দনের গয়না ও হালকা মেকআপে বউ সেজেছেন তিনি। অন্যদিকে অভিনেত্রীর স্বামী পরেছেন সাদা রঙের শেরওয়ানি।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক।