বিশ্বের বৃহত্তম বাইসাইকেল
- আপডেট সময় : ১২:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / 55
বিশ্বের দীর্ঘতম বাইসাইকেল তৈরির তকমা এখন নেদারল্যান্ডসের দখলে। আটজন ডাচ প্রকৌশলী মিলে ১৮০ ফুট ১১ ইঞ্চি লম্বা সাইকেলটি বানিয়েছেন।
এর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে বিশ্বের সবচেয়ে লম্বা দ্বিচক্রযান ছিল অস্ট্রেলিয়ার বার্নি রায়ানের। ২০২০ সালে রেকর্ড গড়া সাইকেলটি ছিল ১৫৫ ফুট আট ইঞ্চি।
বিশালাকারের এসব সাইকেল দৈনন্দিন জীবনে কাজে না এলেও এগুলো চালানোর উপযোগী।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, নেদারল্যান্ডসের অতি দীর্ঘ সাইকেলটি তৈরিতে নেতৃত্ব দিয়েছেন ৩৯ বছর বয়সী ইভান শাল্ক। ছোটবেলা থেকে তিনি এ ধরনের সাইকেল বানানোর পরিকল্পনা করে আসছিলেন।
ইভান বলেছেন, ‘আমি বছরের পর বছর এ ভাবনা নিয়ে কাজ করেছি। অবশেষে গিনেস বইয়ে নাম লেখাতে সক্ষম হলাম।’
সবচেয়ে দীর্ঘ বাইসাইকেল তৈরির রেকর্ড ৬০ বছরে বহুবার ভাঙা হয়েছে। এক জার্মান নাগরিক ১৯৬৫ সালে ২৬ ফুট তিন ইঞ্চি লম্বা সাইকেল বানিয়ে সর্বপ্রথম গিনেস বইয়ে নাম লেখান। এরপর নিউজিল্যান্ড, ইতালি, বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের দুটি দল রেকর্ডে ভাগ বসিয়েছে।
সাম্প্রতিকতম রেকর্ডের অধিকারী ইভান শাল্ক ২০১৮ সাল থেকে অবসর সময়ে সাইকেলটি তৈরির কাজ করে আসছিলেন। এটি তৈরির কাজে সহায়তা পেতে নিজ গ্রামে একটি মেলায় সমমনা লোকের খোঁজ করেন তিনি। পরে আটজন মিলে সাইকেলটি তৈরি করেন ইভানরা।
ইভান বলেন, ‘আমাদের এলাকাটি স্বেচ্ছাশ্রম ও উচ্চ প্রযুক্তিগত দক্ষতার জন্য সুপরিচিত। অন্যখানে লোকদের টিভির সামনে বসে অলস আড্ডা দিতে দেখবেন।
কিন্তু আমাদের এখানে এ রকম দেখা যায় না। আমাদের প্রযুক্তিগত জ্ঞান রয়েছে আর আমরা তার সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করি।’
সূত্র : এনডিটিভি
নিউজটি শেয়ার করুন