নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
- আপডেট সময় : ১১:৫৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / 54
নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছে। সোমবার সকালে নরসিংদীর মেসিকান্দা স্টেশনের আউটার লাইনে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন মেথিকান্দা স্টেশন মাস্টার আশরাত আলী।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল্লাহ জানিয়েছেন, সকাল ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল চিটাগাং মেইল ট্রেন। এ সময় ট্রেনে কাটা পড়ে তারা নিহত হন। তারা জানান, সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্তের চেষ্টা করে। নিহতদের সকলেই পুরুষ। তাদের বয়স ২০-৩২ বছরের মধ্যে।
তবে তারা কীভাবে ট্রেনে কাটা পড়েছেন সে বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।
এদিকে নরসিংদী রায়পুরায় রেললাইনের পাশে পড়ে থাকা ৫ মরদেহ নিয়ে ‘রহস্যের’ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কেউ ধারণা করছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘তূর্ণা নিশিতা’ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান তারা। আবার কেউ বলছেন, হত্যার পর তাদের লাশ এখানে ফেলে গেছেন কেউ।
সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রেললাইনের পাশে পাঁচজনের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। নিহত সবাই পুরুষ। তবে, এখনও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রেললাইনের পাশে বসবাসকারী রফিক মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে রায়পুরা স্টেশন এলাকায় বসবাস করি। কিন্তু, কখনো এত মানুষের এমন মৃত্যু দেখিনি। তারা কীভাবে মারা গেছে বুঝতে পারছি না। সকালে উঠে লাশ দেখতে পাই। মনে হচ্ছে, হত্যার পর তাদের লাশ কেউ এই জায়গায় ফেলে গেছে।’
স্থানীয় আজিজুর রহমান নামে এক ব্যক্তি বলেন, ‘সকালে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিই। ধারণা করছি, রাতে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু, একসঙ্গে এত মানুষ কীভাবে মারা গেলেন মাথায় আসছে না।’
নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. শহিদুল্লাহ বলেন, ‘রেললাইনের পাশ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বলা যাবে তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন, নাকি কেউ তাদের হত্যার পর লাশ এখানে ফেলে গেছে।’
এর আগে, নরসিংদী রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন।
নিউজটি শেয়ার করুন