সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের পক্ষে এবার মাঠে চিকিৎসকেরা
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:৩৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / 117
শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে বৃষ্টি উপেক্ষা করে জাতীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করেছেন চিকিৎসকরা।
তারা বলছেন, আমরা কেবল লোকমুখেই জানি যে, আমরা এ দেশের মালিক, কিন্তু এর প্রমাণ আমাদের কাছে নেই।
কিন্তু বাস্তবে আমরা নাগরিক নই, আমরা এ দেশের দাস, যেখানে জীবনের কোনো মূল্য নেই।
শুক্রবার (২ আগস্ট) শহীদ মিনারে সর্বস্তরের চিকিৎসক ও শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তারা এসব কথা বলেন।
শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালানোর প্রতিবাদ জানান তারা।
সমাবেশে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।
নিউজটি শেয়ার করুন