ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

 

‘দু’জনেই সেক্সুয়ালি’! হিন্দু নায়িকাকে কেন বিয়ে? সমাজবাদি পার্টি নেতা ফাহাদের জবাব

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • / 63
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

গত বছর ফেব্রুয়ারিতে গাঁটছড়া বেঁধেছিলেন স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদ। বর্তমানে তাঁরা তাঁদের মেয়ে রাবিয়া বাবা- মা। অভিনেত্রী অমৃতা রাও এবং আরজে স্বামী আনমোলের পডকাস্ট ‘কাপল অফ থিংস’- এর একটি সাম্প্রতিক পর্বে, এই জুটি তাঁদের প্রেমের কাহিনি তুলে ধরেছিলেন।

ফাহাদ আহমেদ ব্যক্তি হিসাবে তাঁর এবং স্বরার মধ্যে যে বিস্তর পার্থক্য রয়েছে সেই কথাই তুলে ধরেছিলেন। তাঁদের মধ্যে যে ভাষাগত পার্থক্য রয়েছে সেই কথাও তিনি জানান।

তিনি জানান যে, স্বরার মা জেএনইউর একজন অধ্যাপক ছিলেন এবং তাঁর বাবা একজন নেভি অফিসার ছিলেন, তিনি ইংরেজি সংবাদপত্রের জন্য কলামও লিখতেন। অন্যদিকে, তাঁর পরিবারের কেউ দশম শ্রেণীর গণ্ডিও পাড় করেননি।

তিনিই প্রথম যে সঠিক ভাবে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন, শেষে টাটা ইনস্টিটিউট থেকে পিএইচডি সম্পন্ন করেছেন।

তিনি তাঁদের মধ্যে থাকা গ্রাম ও শহরের বিভাজন নিয়েও কথা বলেছেন। জানিয়েছেন যে তিনি বেরেলির একটি ছোট এলাকা থেকে উঠে এসেছেন, এটা এমনকী একটি জেলাও নয়।

ফাহাদ উল্লেখ করেছেন যে তাঁরা বিভিন্ন ধর্ম পালন করেন। তিনি ওবিসি বিভাগের অধীনে একজন পাসমান্ডা মুসলিম, অন্যদিকে স্বরা একজন ব্রাহ্মণ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের মধ্যে একটাই মিল আছে যে আমরা দুজনেই সেক্সুয়ালি স্ট্রেট। আমরা সব বাধা অতিক্রম করেছি: জাত, ধর্ম, শহর, গ্রাম, শ্রেণী সব। এটা খুবই চ্যালেঞ্জিং ছিল পাশাপাশি মজারও।’

এরপরই স্বরা চিৎকার করে বলেন, ‘আরও একটা পার্থক্য রয়েছে। আমি ওঁর থেকে বড়!’

তাঁর কথা শুনে ফাহাদ রসিকতা করে জানান যে, স্বরা সর্বদা এই বিষয়টি সব সময় তুলে ধরেন, তবে এটা আলাদা করে লুকানোরও কিছু নেই, কারণ তাঁরা একসঙ্গে ভালো আছেন।

তাঁদের প্রেমের কাহিনি শুরু হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে। প্রথম সাক্ষাতের তাঁরা বুঝতে পেরেছিলেন যে তাঁদের মধ্যে কোনও কমন ইন্টারেস্ট নেই। তা সত্ত্বেও, ধীরে ধীরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং তাঁরা বিয়ে করেন।

আজ, তাঁরা তাঁদের ১ বছর বয়সী কন্যা রাবিয়ার গর্বিত বাবা-মা।

প্রসঙ্গত, সদ্যই তাঁরা রাবিয়ার ১ বছরের জন্মদিন পালন করেছেন। খুদে রাবিয়ার জন্মদিনে অভিনেত্রী এবং সমাজবাদী পার্টির নেতা তাঁদের ছোট্ট মেয়ের জন্মদিনের পার্টির নানা রঙিন ও সুন্দর মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করে একটি মন ছুঁয়ে যাওয়া ক্যাপশন লিখেছেন।

ছবিগুলি ইনস্টাগ্রামে শেয়ার করে স্বরা ভাস্কর লিখেছেন, ‘আমার হৃদস্পন্দন আজ এক বছর পূর্ণ করেছে! শুভ জন্মদিন রাবু ডার্লিং। তুমি আমার সমস্ত প্রার্থনার ফল।

আমি তোমায় দিচ্ছি যে, আমি যতদিন বেঁচে থাকব, প্রতিদিন তোমাকে ভালোবাসায় ভরিয়ে রাখব। তোমাকে নিরাপদে রাখব।

আমি গত বছর থেকে প্রতিটি দিন নিজেকে ধন্য মনে করি। প্রতিদিন তোমাকে নিয়ে আমি আগের থেকেও আরও বেশি আনন্দে থাকি! আমি তোমাকে এত বেশি ভালোবাসি যে কখনও ভাষায় প্রকাশ করতে পারব না! এবার ‘মা’ বলো।’

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

‘দু’জনেই সেক্সুয়ালি’! হিন্দু নায়িকাকে কেন বিয়ে? সমাজবাদি পার্টি নেতা ফাহাদের জবাব

আপডেট সময় : ১০:২৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

 

গত বছর ফেব্রুয়ারিতে গাঁটছড়া বেঁধেছিলেন স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদ। বর্তমানে তাঁরা তাঁদের মেয়ে রাবিয়া বাবা- মা। অভিনেত্রী অমৃতা রাও এবং আরজে স্বামী আনমোলের পডকাস্ট ‘কাপল অফ থিংস’- এর একটি সাম্প্রতিক পর্বে, এই জুটি তাঁদের প্রেমের কাহিনি তুলে ধরেছিলেন।

ফাহাদ আহমেদ ব্যক্তি হিসাবে তাঁর এবং স্বরার মধ্যে যে বিস্তর পার্থক্য রয়েছে সেই কথাই তুলে ধরেছিলেন। তাঁদের মধ্যে যে ভাষাগত পার্থক্য রয়েছে সেই কথাও তিনি জানান।

তিনি জানান যে, স্বরার মা জেএনইউর একজন অধ্যাপক ছিলেন এবং তাঁর বাবা একজন নেভি অফিসার ছিলেন, তিনি ইংরেজি সংবাদপত্রের জন্য কলামও লিখতেন। অন্যদিকে, তাঁর পরিবারের কেউ দশম শ্রেণীর গণ্ডিও পাড় করেননি।

তিনিই প্রথম যে সঠিক ভাবে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন, শেষে টাটা ইনস্টিটিউট থেকে পিএইচডি সম্পন্ন করেছেন।

তিনি তাঁদের মধ্যে থাকা গ্রাম ও শহরের বিভাজন নিয়েও কথা বলেছেন। জানিয়েছেন যে তিনি বেরেলির একটি ছোট এলাকা থেকে উঠে এসেছেন, এটা এমনকী একটি জেলাও নয়।

ফাহাদ উল্লেখ করেছেন যে তাঁরা বিভিন্ন ধর্ম পালন করেন। তিনি ওবিসি বিভাগের অধীনে একজন পাসমান্ডা মুসলিম, অন্যদিকে স্বরা একজন ব্রাহ্মণ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের মধ্যে একটাই মিল আছে যে আমরা দুজনেই সেক্সুয়ালি স্ট্রেট। আমরা সব বাধা অতিক্রম করেছি: জাত, ধর্ম, শহর, গ্রাম, শ্রেণী সব। এটা খুবই চ্যালেঞ্জিং ছিল পাশাপাশি মজারও।’

এরপরই স্বরা চিৎকার করে বলেন, ‘আরও একটা পার্থক্য রয়েছে। আমি ওঁর থেকে বড়!’

তাঁর কথা শুনে ফাহাদ রসিকতা করে জানান যে, স্বরা সর্বদা এই বিষয়টি সব সময় তুলে ধরেন, তবে এটা আলাদা করে লুকানোরও কিছু নেই, কারণ তাঁরা একসঙ্গে ভালো আছেন।

তাঁদের প্রেমের কাহিনি শুরু হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে। প্রথম সাক্ষাতের তাঁরা বুঝতে পেরেছিলেন যে তাঁদের মধ্যে কোনও কমন ইন্টারেস্ট নেই। তা সত্ত্বেও, ধীরে ধীরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং তাঁরা বিয়ে করেন।

আজ, তাঁরা তাঁদের ১ বছর বয়সী কন্যা রাবিয়ার গর্বিত বাবা-মা।

প্রসঙ্গত, সদ্যই তাঁরা রাবিয়ার ১ বছরের জন্মদিন পালন করেছেন। খুদে রাবিয়ার জন্মদিনে অভিনেত্রী এবং সমাজবাদী পার্টির নেতা তাঁদের ছোট্ট মেয়ের জন্মদিনের পার্টির নানা রঙিন ও সুন্দর মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করে একটি মন ছুঁয়ে যাওয়া ক্যাপশন লিখেছেন।

ছবিগুলি ইনস্টাগ্রামে শেয়ার করে স্বরা ভাস্কর লিখেছেন, ‘আমার হৃদস্পন্দন আজ এক বছর পূর্ণ করেছে! শুভ জন্মদিন রাবু ডার্লিং। তুমি আমার সমস্ত প্রার্থনার ফল।

আমি তোমায় দিচ্ছি যে, আমি যতদিন বেঁচে থাকব, প্রতিদিন তোমাকে ভালোবাসায় ভরিয়ে রাখব। তোমাকে নিরাপদে রাখব।

আমি গত বছর থেকে প্রতিটি দিন নিজেকে ধন্য মনে করি। প্রতিদিন তোমাকে নিয়ে আমি আগের থেকেও আরও বেশি আনন্দে থাকি! আমি তোমাকে এত বেশি ভালোবাসি যে কখনও ভাষায় প্রকাশ করতে পারব না! এবার ‘মা’ বলো।’