ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ে করতে চান নায়িকা সুস্মিতা! যদি…

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
  • / 126

xr:d:DAGAeDHWrc4:129,j:603906271749636388,t:24040513

ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুস্মিতা সেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র। বিশ্বের অন্যতম সেরা সুন্দরী বলিউড অভিনেত্রী। ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ বিজয়ী তিনি। তারপর থেকে বহু পুরুষের রাতের ঘুম কেড়েছেন সুস্মিতা। সম্পর্কে জড়িয়েছেন বারবার। সংখ্যাটা হাফ ডজনের বেশি। কিন্তু কারও সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেননি লম্বাদেহী এই নায়িকা।

অভিনয়শৈলীতে বিটাউনে পায়ের তলার মাটি শক্ত করেছেন। লেটেস্ট রিলিজ আর্যা ৩-তে আরও একবার নিজের প্রতিভাকে সকলকের সামনে মেলে ধরেছেন।

সফল অভিনেত্রী হিসাবে যেমন লাইমলাইট ছিনিয়ে নেন তেমনই সুসের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চাও হয় বিস্তর। একাধিকবার সুস্মিতার জীবনে এসে প্রেমের বসন্ত। সম্পর্ক ভাঙা গড়া নিয়ে সবসময়ই ওপেন বুক বং ডিভা সুস্মিতা সেন। রণদীপ হুডা থেকে বিক্রম ভট্ট, ললিত মোদীর সঙ্গে নাম জড়িয়েছে সুস্মিতার।

বর্তমানে রহমন শলের সঙ্গে দেখা যায় বঙ্গতনয়া সুস্মিতা সেনকে। ভক্তরা প্রায়ই জানতে চান কবে বিয়ে করবেন বলি অভিনেত্রী? এবার সেই সব প্রশ্নের উত্তর দিলেন সুস্মিতা। সঠিক পাত্র পেলেই বিয়েটা চটজলদি সেরে ফেলবেন।

সুস্মিতা সেনের বর্তমান বয়স ৪৮ বছর। এই বয়সে এসে সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে ‘অভিনেত্রী জানালেন, তিনি বিয়ে করতে ইচ্ছুক। তবে তার জন্য রেখেছেন কিন্তু। সাক্ষাৎকারে বিয়ে সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সুস্মিতা বলেন, ‘যদি ব্যক্তিটি সঠিক হয়, তবে অবশ্যই আমি বিয়ে করব।’

নায়িকারি কথায়, ‘বিয়ে করার জন্য আমি কখনোই সামাজিক চাপ কিংবা বয়সকে পাত্তা দিই না। তার চেয়ে বরং সঠিক মানুষটাকে গুরুত্ব দিই। যেদিন এমন কোনো পুরুষ জীবনে আসবে, যাকে দেখে মনে হবে, হ্যা, একেই বিয়ে করা যায়, তখন করব। তার আগে এই বেশ ভালো আছি।’

সাবেক প্রেমিকদের সম্পর্কে সুস্মিতা বলেন, ‘সাবেকদের সঙ্গে বন্ধুত্ব রাখাটা কঠিন। তবে যদি ব্রেকআপে তিক্ততা না থাকে তো বন্ধুত্ব রাখাই যায়।’

তবে বিয়ে না করলেও দুই সন্তানের মা ঠিকই হয়েছেন সুস্মিতা সেন। কিন্তু কোনো পুরুষের সন্তান গর্ভে ধারণের মাধ্যমে নয়, দত্তক নিয়ে। ২০০০ সালে মাত্র ২৫ বছর বয়সে রেনী নামে এক বাচ্চা মেয়েকে দত্তক নিয়ে ইতিহাস সৃষ্টি করেন সুস্মিতা।

কারণ, ওই সময় অবিবাহিত একজন নারী হিসেবে সন্তান দত্তক নেওয়ায় সামাজিকভাবে গ্রহণযোগ্যতার প্রশ্ন ওঠে। এ নিয়ে আদালতে মামলাও করেন একদল লোক। কিন্তু মুম্বাই আদালত তাদের সেই মামলা খারিজ করে দেন, জয়লাভ করেন সুস্মিতা। বিয়ে না করেও হয়ে যান সন্তানের মা।

সেই রেনী এখন বিবাহযোগ্য পরিপূর্ণ একজন নারী। রেনীকে দত্তক নেওয়ার ১০ বছরের মাথায় ২০১০ সালের ১৩ জানুয়ারি আলিশা নামে তিন মাস বয়সি আরও একটি মেয়েকে দত্তক নেন সুস্মিতা। যার বয়স এখন ১৪ বছর। দুই মেয়েই সুস্মিতার খুব আদরের। মেয়েরাও মা ছাড়া কিছুই বোঝে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিয়ে করতে চান নায়িকা সুস্মিতা! যদি…

আপডেট সময় : ০২:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪

সুস্মিতা সেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র। বিশ্বের অন্যতম সেরা সুন্দরী বলিউড অভিনেত্রী। ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ বিজয়ী তিনি। তারপর থেকে বহু পুরুষের রাতের ঘুম কেড়েছেন সুস্মিতা। সম্পর্কে জড়িয়েছেন বারবার। সংখ্যাটা হাফ ডজনের বেশি। কিন্তু কারও সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেননি লম্বাদেহী এই নায়িকা।

অভিনয়শৈলীতে বিটাউনে পায়ের তলার মাটি শক্ত করেছেন। লেটেস্ট রিলিজ আর্যা ৩-তে আরও একবার নিজের প্রতিভাকে সকলকের সামনে মেলে ধরেছেন।

সফল অভিনেত্রী হিসাবে যেমন লাইমলাইট ছিনিয়ে নেন তেমনই সুসের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চাও হয় বিস্তর। একাধিকবার সুস্মিতার জীবনে এসে প্রেমের বসন্ত। সম্পর্ক ভাঙা গড়া নিয়ে সবসময়ই ওপেন বুক বং ডিভা সুস্মিতা সেন। রণদীপ হুডা থেকে বিক্রম ভট্ট, ললিত মোদীর সঙ্গে নাম জড়িয়েছে সুস্মিতার।

বর্তমানে রহমন শলের সঙ্গে দেখা যায় বঙ্গতনয়া সুস্মিতা সেনকে। ভক্তরা প্রায়ই জানতে চান কবে বিয়ে করবেন বলি অভিনেত্রী? এবার সেই সব প্রশ্নের উত্তর দিলেন সুস্মিতা। সঠিক পাত্র পেলেই বিয়েটা চটজলদি সেরে ফেলবেন।

সুস্মিতা সেনের বর্তমান বয়স ৪৮ বছর। এই বয়সে এসে সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে ‘অভিনেত্রী জানালেন, তিনি বিয়ে করতে ইচ্ছুক। তবে তার জন্য রেখেছেন কিন্তু। সাক্ষাৎকারে বিয়ে সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সুস্মিতা বলেন, ‘যদি ব্যক্তিটি সঠিক হয়, তবে অবশ্যই আমি বিয়ে করব।’

নায়িকারি কথায়, ‘বিয়ে করার জন্য আমি কখনোই সামাজিক চাপ কিংবা বয়সকে পাত্তা দিই না। তার চেয়ে বরং সঠিক মানুষটাকে গুরুত্ব দিই। যেদিন এমন কোনো পুরুষ জীবনে আসবে, যাকে দেখে মনে হবে, হ্যা, একেই বিয়ে করা যায়, তখন করব। তার আগে এই বেশ ভালো আছি।’

সাবেক প্রেমিকদের সম্পর্কে সুস্মিতা বলেন, ‘সাবেকদের সঙ্গে বন্ধুত্ব রাখাটা কঠিন। তবে যদি ব্রেকআপে তিক্ততা না থাকে তো বন্ধুত্ব রাখাই যায়।’

তবে বিয়ে না করলেও দুই সন্তানের মা ঠিকই হয়েছেন সুস্মিতা সেন। কিন্তু কোনো পুরুষের সন্তান গর্ভে ধারণের মাধ্যমে নয়, দত্তক নিয়ে। ২০০০ সালে মাত্র ২৫ বছর বয়সে রেনী নামে এক বাচ্চা মেয়েকে দত্তক নিয়ে ইতিহাস সৃষ্টি করেন সুস্মিতা।

কারণ, ওই সময় অবিবাহিত একজন নারী হিসেবে সন্তান দত্তক নেওয়ায় সামাজিকভাবে গ্রহণযোগ্যতার প্রশ্ন ওঠে। এ নিয়ে আদালতে মামলাও করেন একদল লোক। কিন্তু মুম্বাই আদালত তাদের সেই মামলা খারিজ করে দেন, জয়লাভ করেন সুস্মিতা। বিয়ে না করেও হয়ে যান সন্তানের মা।

সেই রেনী এখন বিবাহযোগ্য পরিপূর্ণ একজন নারী। রেনীকে দত্তক নেওয়ার ১০ বছরের মাথায় ২০১০ সালের ১৩ জানুয়ারি আলিশা নামে তিন মাস বয়সি আরও একটি মেয়েকে দত্তক নেন সুস্মিতা। যার বয়স এখন ১৪ বছর। দুই মেয়েই সুস্মিতার খুব আদরের। মেয়েরাও মা ছাড়া কিছুই বোঝে না।