অভিনেতা রুমিকে মায়ের পাশে দাফন
- আপডেট সময় : ১১:৫১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- / 109
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমিকে জানাজা শেষে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় বরগুনা আবুল হোসেন ঈদগাহ মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে মায়ের পাশে শায়িত করেন স্বজন ও এলাকাবাসী। তার প্রথম জানাজা হয়েছিল ঢাকার শাহজাহানপুরে।
ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থতার পরে সোমবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। জানাজায় বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
বরগুনার বামনা উপজেলায় জন্ম রুমির। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। তিন বোন ও তিন ভাইয়ের মধ্যে তিনি মেজো। ভাইদের মধ্যে বড়। রুমির দুই সন্তান। মেয়ে আফরা আঞ্জুম রুজবা স্বামী ও সন্তান নিয়ে থাকেন কানাডায়। ছেলে ফারদিন হক রিতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি লেখাপড়া শেষ করেন।
রুমির অভিনয়ের শুরু থিয়েটার বেইলি রোডের ‘এখনও ক্রীতদাস’ নাটকের মধ্য দিয়ে। সেটা ১৯৮৮ সালে। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও।
২০০৯ সালে ‘দরিয়াপাড়ের দৌলতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। অসংখ্য নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, সাজেশন সেলিম, বোকাসোকা তিন জন, মেকআপম্যান, ঢাকা টু বরিশাল, ঢাকা মেট্রো লাভ, বাপ বেটা দৌড়ের ওপর, আমেরিকান সাহেব, জার্নি বাই বাস, বাকির নাম ফাঁকি, রতনে রতন চিনে, আকাশ চুরি, চৈতা পাগল, জীবনের অলিগলি, মেঘে ঢাকা শহর ইত্যাদি।