নতুন লুকে চমকে দিলেন শাহরুখ খান
- আপডেট সময় : ০৫:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- / 82
তিনি বলিউড বাদশাহ। কিছুদিন পরপরই নতুন নতুন লুকে চমকে দেন ভক্তদের। এবারও এর ব্যতিক্রম হলো না। পাঠানের সেই ঢেউ খেলানো বড় চুল, ও ডানকির রোমান্টিক ইমেজের বড় চুলের পর এবার ছোট চুলে হাজির কিং খান।
কিছুদিন আগেও ঘাড় পর্যন্ত চুল ছিল। আলতো করে হাত দিয়ে সামলে নিতেন। ঢেউ খেলানো সেই চুল ছেঁটে নিয়েছেন বলিউড বাদশাহ। আর তাতেই বাজিমাত করে দিয়েছেন।
কিং খানের নয়া লুকে মাতোয়ারা ভক্তরা। তবে এই লুক কি জওয়ানের সিক্যুয়েলের জন্য? এমনটাই প্রশ্ন তুলেছেন অসংখ্য অনুরাগী।
গত বছর ‘পাঠান’ হয়ে বড় পর্দায় কামব্যাক করেছিলেন বলিউড বাদশাহ। বক্স অফিসে ঝড় তুলেছিলেন তিনি।
তার পরই ‘জওয়ান’ সুনামির সাক্ষী থাকেন অনুরাগীরা। ‘পাঠান’ সিনেমায় শাহরুখের বড় চুলই ছিল। ‘জওয়ান’-এ কিং খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। তাতে তার চুল ছোট করেই ছাঁটা ছিল। সেই কারণেই হয়তো শাহরুখের এই নয়া লুকে ‘জওয়ান ২’র প্রসঙ্গ তুলেছেন নেটিজেনদের একাংশ।
কেউ কেউ আবার মনে করছেন, ‘বাদশাহ’র এই নতুন রূপ পরিচালক জুটি রাজ ও ডিকের নতুন সিনেমার জন্যও হতে পারে।
কারণ যা-ই হোক, শাহরুখের ভোলবদলের সাক্ষী অনুরাগীরা হতে পারলেন আইফা পুরস্কারের সাংবাদিক বৈঠকের জন্য। শাহরুখের পাশাপাশি এই বৈঠকে উপস্থিত ছিলেন করণ জোহর, রানা দাগ্গুবাতির মতো তারকা। মজার ছলে শাহরুখের পা ছুঁয়ে প্রণাম করেন রানা। তাতেই হেসে ফেলেছেন ‘বাদশাহ’। পরে তাকে জড়িয়েও ধরেন।
জানা গেছে, এবারে আইফার পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে আবুধাবিতে। ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। নাচ, গানে, সঞ্চালনায় দর্শকদের মন কাড়বেন ভিকি কৌশল, অভিষেক ব্যানার্জি, ভিকি কৌশলরা। একই অনুষ্ঠানে দক্ষিণী সিনেমার পুরস্কারও নাকি দেওয়া হবে। সেই অংশের সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে রানা দাগ্গুবাতিকে।
নিউজটি শেয়ার করুন