পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি
- আপডেট সময় : ০২:৩৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
- / 100
পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সন্ধ্যার মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১০ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান বিচারপতি।
এদিকে, শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার ড. আসিফ নজরুল বলেন, আমাদের ছাত্র-জনতা যারা সুপ্রিম কোর্টে প্রবেশ করেছেন।
আপনাদের কাছে আমার আকুল অনুরোধ, আপনারা শান্তভাবে অবস্থান করেন। আপনারা যে দাবিতে এখানে এসেছেন, যে ক্ষোভ থেকে এসেছেন, সেই দাবি অচিরেই পূরণ হচ্ছে বলে আমি খবর পেয়েছি।
আপনারা শান্তভাবে অবস্থান করেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো অবস্থাতেই সুপ্রিম কোর্টের কোনো রকম কোনো ক্ষতি করবেন না।
এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা সুপ্রিম কোর্ট এলাকা ঘেরাও করে। বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রধান বিচারপতির পদত্যাগে আল্টিমেটাম দেন।
আজ সকালে সব বিচারপতির অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়। বর্তমান পরিস্থিতিতে কীভাবে আদালত পরিচালনা করা যায় ও বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল সাড়ে ১০টায় ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি।
নিউজটি শেয়ার করুন