ইতিহাস গড়ল কেটি পেরি ও পাঁচ নারী, সফল ‘অল-ফিমেল’ মহাকাশযাত্রা

- আপডেট সময় : ১০:০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / 18
মার্কিন পপ তারকা কেটি পেরি এবং আরও পাঁচ সাহসী নারী যাত্রী জেফ বেজসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের একটি স্বল্পমেয়াদি মহাকাশ অভিযানে অংশ নিয়ে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন।
মাত্র ১১ মিনিটের এই ফ্লাইটটি ছিল ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এটিই ছিল ব্লু অরিজিনের প্রথম ‘অল-ফিমেল স্পেস ফ্লাইট’।
এই বিশেষ মিশনে কেটি পেরির সঙ্গে ছিলেন—জেফ বেজসের বাগদত্তা লরেন সানচেজ, মার্কিন সাংবাদিক গেইল কিং, নাসার সাবেক রকেট বিজ্ঞানী আইশা বোয়ে, নাগরিক অধিকারকর্মী আমান্ডা নুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিন।
টেক্সাসের পশ্চিমাঞ্চল থেকে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
ব্লু অরিজিনের এই স্পেসক্র্যাফ্টটি পৃথিবী থেকে ১০০ কিলোমিটারেরও বেশি উচ্চতায় উঠে মহাকাশের আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে।
সেখানে তারা কয়েক মুহূর্তের জন্য অনুভব করেন ওজনহীনতা, যা ছিল এক দুর্লভ অভিজ্ঞতা।
পৃথিবীতে ফিরে এসে আবেগাপ্লুত কেটি পেরি বলেন, “আমি জীবনের সঙ্গে এবং ভালোবাসার সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত বোধ করছি।”
তিনি মাটিতে চুমু খান এবং আকাশের দিকে তুলে ধরেন একটি ডেইজি ফুল যা তার মেয়ের নামও।
অন্যদিকে, গেইল কিং বলেন, “আমি কিছু সময় নিয়ে এই পৃথিবীর প্রতি কৃতজ্ঞতা জানাতে চেয়েছিলাম।”
লরেন সানচেজের অভিজ্ঞতাও ছিল বিশেষ। তিনি বলেন, “চাঁদকে জানালা দিয়ে দেখেছি। পৃথিবী শান্ত, কিন্তু জীবন্ত।”
এই সম্পূর্ণ স্বয়ংক্রিয় মহাকাশযানে কোনো পাইলট ছিল না, যাত্রীরা ছিলেন শুধুই প্রশিক্ষণপ্রাপ্ত পর্যটক।
উল্লেখযোগ্যভাবে, ১৯৬৩ সালে সোভিয়েত নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভার একক অভিযানের পর এটিই প্রথমবারের মতো একটি পূর্ণ নারী দল নিয়ে মহাকাশ ভ্রমণ।
২০০০ সালে প্রতিষ্ঠিত ব্লু অরিজিন, জেফ বেজসের মহাকাশ অন্বেষণ প্রকল্প, এবার নারীদের নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার মাধ্যমে আরও এক ইতিহাসের সাক্ষী হলো।