ঈশ্বরগঞ্জে এসএসসি কেন্দ্রে অনিয়ম: কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি

- আপডেট সময় : ০৬:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- / 8
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসএসসি (দাখিল) পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ চারজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১২টার দিকে ঈশ্বরগঞ্জ ডি.এস কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলার অভাব, ১৪৪ ধারা বাস্তবায়নে ব্যর্থতা এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের গাফিলতির প্রেক্ষিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।
অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন কেন্দ্র সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ মো. শহিদুল্লাহ, অফিস সহায়ক ফয়জুর রহমান, সানাউল হক এবং নৈশপ্রহরী বাচ্চু মিয়া।
নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ।
এছাড়া অব্যাহতিপ্রাপ্ত অন্যদের স্থানে দায়িত্ব দেওয়া হয়েছে মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের হিসাব সহকারী মিজানুর রহমান, আব্দুল খালেক মোকসুদা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আশেকে মোস্তফা এবং মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী আব্দুল মোতালেবকে।
অব্যাহতি পাওয়া কেন্দ্র সচিব মো. শহিদুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করে কল কেটে দেন।
ইউএনও মো. এরশাদুল আহমেদ বলেন, “পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের সময় দায়িত্বে অবহেলা ও অনিয়ম দেখা যাওয়ায় অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”
তিনি আরও বলেন, “চলমান এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমি নিজে মাঠে থেকে তদারকি করব, ইনশাআল্লাহ।”