ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হঠাৎ স্থগিত হলো ২০২৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপ

ডেইলি আর্থ অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 4

হঠাৎ স্থগিত হলো ২০২৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপ

ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) ২০২৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিতের ঘোষণা দিয়েছে। চলতি বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টুর্নামেন্টের ১৫তম আসর, কিন্তু তা আর হচ্ছে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিযোগিতাটি ২০২৬ সালে আয়োজিত হবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাফ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, সাফের সদস্য দেশগুলো এবং বাণিজ্যিক স্বত্বাধিকারী প্রতিষ্ঠান স্পোর্টফাইভ সম্মিলিতভাবে মনে করছে, সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য আরও প্রস্তুতির সময় প্রয়োজন। তাই আপাতত আসরটি এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে ভারতের বেঙ্গালুরুতে। সেবার অতিথি দল কুয়েতকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়ে স্বাগতিক ভারত। রীতি অনুযায়ী, প্রতি দুই বছর অন্তর আয়োজিত হয়ে আসছে দক্ষিণ এশিয়ার এই মর্যাদাপূর্ণ ফুটবল প্রতিযোগিতা।

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এখন পর্যন্ত ১৪টি আসর অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ভারত ৯ বার, মালদ্বীপ ২ বার এবং বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা একটি করে শিরোপা জিতেছে।

টুর্নামেন্টের নতুন সময়সূচি ও স্বাগতিক দেশ নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে সাফ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হঠাৎ স্থগিত হলো ২০২৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপ

আপডেট সময় : ০৬:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) ২০২৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিতের ঘোষণা দিয়েছে। চলতি বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টুর্নামেন্টের ১৫তম আসর, কিন্তু তা আর হচ্ছে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিযোগিতাটি ২০২৬ সালে আয়োজিত হবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাফ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, সাফের সদস্য দেশগুলো এবং বাণিজ্যিক স্বত্বাধিকারী প্রতিষ্ঠান স্পোর্টফাইভ সম্মিলিতভাবে মনে করছে, সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য আরও প্রস্তুতির সময় প্রয়োজন। তাই আপাতত আসরটি এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে ভারতের বেঙ্গালুরুতে। সেবার অতিথি দল কুয়েতকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়ে স্বাগতিক ভারত। রীতি অনুযায়ী, প্রতি দুই বছর অন্তর আয়োজিত হয়ে আসছে দক্ষিণ এশিয়ার এই মর্যাদাপূর্ণ ফুটবল প্রতিযোগিতা।

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এখন পর্যন্ত ১৪টি আসর অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ভারত ৯ বার, মালদ্বীপ ২ বার এবং বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা একটি করে শিরোপা জিতেছে।

টুর্নামেন্টের নতুন সময়সূচি ও স্বাগতিক দেশ নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে সাফ।