পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা

- আপডেট সময় : ০৭:০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / 4
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর চরম উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে। হামলার ঘটনার জেরে ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নেয়, তার পাল্টা জবাবে ইসলামাবাদও নিল একাধিক কঠোর পদক্ষেপ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিশনের জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠক শেষে ঘোষণা করা হয়, পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় মালিকানাধীন ও ভারত-চালিত কোনো বিমান প্রবেশ করতে পারবে না। একইসঙ্গে ভারত-পাকিস্তান ওয়াঘাহ সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়াও, ইসলামাবাদ ঘোষণা দেয় যে, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করা হয়েছে। এমনকি পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের পণ্য ভারতে প্রবেশ বা ভারত থেকে রপ্তানি হওয়াও নিষিদ্ধ থাকবে।
বিশেষ ভিসা সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, যা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর আওতায় ভারতীয় নাগরিকদের দেওয়া হতো।
যেসব ভারতীয় নাগরিক ইতোমধ্যে ওই ভিসা নিয়ে পাকিস্তানে অবস্থান করছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।
পাকিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাসে কর্মরত সামরিক উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ইসলামাবাদ। একইসঙ্গে ভারতীয় দূতাবাসের মোট কর্মী সংখ্যা কমিয়ে ৩০-এ নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে, যা কার্যকর হবে ৩০ এপ্রিল থেকে।
বৈঠকে ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিলের সিদ্ধান্তও অনুমোদন পায়। পাশাপাশি, ভারতের তরফ থেকে সিন্ধু নদ চুক্তির ব্যত্যয়ের আশঙ্কার প্রেক্ষিতে ইসলামাবাদ জানায়, পানি সরবরাহ বন্ধের যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণা’র শামিল হবে এবং এর যথাযথ জবাব দেওয়া হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে একটি পর্যটকবাহী এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ২৬ জন নিহত হন। ভারত হামলার জন্য পাকিস্তানি নাগরিকদের জড়িত থাকার দাবি করলেও, পাকিস্তান সেই অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।
এই পরিস্থিতিতে দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন নতুন মাত্রায় পৌঁছেছে।