ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েটের ভিসি ও প্রোভিসি বরখাস্ত

ডেইলি আর্থ অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 5

কুয়েটের ভিসি ও প্রোভিসি বরখাস্ত

ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সরকার। বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েটে সাম্প্রতিক সময়ের সংঘাতপূর্ণ পরিস্থিতি এবং উদ্ভূত সংকট নিরসন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকার দ্রুতই একটি সার্চ কমিটি গঠন করে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করবে।

এছাড়া অন্তর্বর্তীকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে কুয়েটে ছাত্রদল-যুবদল, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যাতে আহত হন অন্তত অর্ধশতাধিক ব্যক্তি।

এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

তবে ১৩ এপ্রিল নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করলে উত্তেজনা আরও বাড়ে। এরপর ১৪ এপ্রিল জরুরি সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্তের প্রতিবাদে ২২ এপ্রিল থেকে উপাচার্যের অপসারণ দাবিতে ২৯ জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। এমনকি শিক্ষামন্ত্রীর উপদেষ্টা চেষ্টা করেও তাদের অনশন ভাঙাতে ব্যর্থ হন।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কুয়েট ভিসির পদত্যাগের আলটিমেটাম দেন।

উপাচার্য ড. মাছুদ আগেই জানিয়েছিলেন, সরকার তাকে না সরালে তিনি নিজ থেকে পদ ছাড়বেন না। অবশেষে সরকারের পক্ষ থেকেই তাকে ও উপ-উপাচার্যকে দায়িত্বমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হলো।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কুয়েটে চলমান অস্থিরতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার সুশাসন পুনঃপ্রতিষ্ঠার পথে এক ধাপ অগ্রগতি নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়েটের ভিসি ও প্রোভিসি বরখাস্ত

আপডেট সময় : ০৭:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সরকার। বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েটে সাম্প্রতিক সময়ের সংঘাতপূর্ণ পরিস্থিতি এবং উদ্ভূত সংকট নিরসন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকার দ্রুতই একটি সার্চ কমিটি গঠন করে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করবে।

এছাড়া অন্তর্বর্তীকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে কুয়েটে ছাত্রদল-যুবদল, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যাতে আহত হন অন্তত অর্ধশতাধিক ব্যক্তি।

এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

তবে ১৩ এপ্রিল নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করলে উত্তেজনা আরও বাড়ে। এরপর ১৪ এপ্রিল জরুরি সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্তের প্রতিবাদে ২২ এপ্রিল থেকে উপাচার্যের অপসারণ দাবিতে ২৯ জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। এমনকি শিক্ষামন্ত্রীর উপদেষ্টা চেষ্টা করেও তাদের অনশন ভাঙাতে ব্যর্থ হন।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কুয়েট ভিসির পদত্যাগের আলটিমেটাম দেন।

উপাচার্য ড. মাছুদ আগেই জানিয়েছিলেন, সরকার তাকে না সরালে তিনি নিজ থেকে পদ ছাড়বেন না। অবশেষে সরকারের পক্ষ থেকেই তাকে ও উপ-উপাচার্যকে দায়িত্বমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হলো।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কুয়েটে চলমান অস্থিরতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার সুশাসন পুনঃপ্রতিষ্ঠার পথে এক ধাপ অগ্রগতি নিশ্চিত করবে।