ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে ভারতীয় মিসাইল হামলা, নিহত ৩

ডেইলি আর্থ অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 6

পাকিস্তানে ভারতীয় মিসাইল হামলা, নিহত ৩

ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের পাঁচটি স্থানে মিসাইল হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। এতে তিনজন নিহত এবং দুটি পাকিস্তানি জেট যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানানো হয়েছে।

দেশটির সামরিক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন।

ভারতের পক্ষ থেকেও হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘অপারেশন সিঁদুর’ নামে একটি অভিযানে আজাদ কাশ্মীরসহ পাকিস্তানের পাঁচটি স্থানে হামলা চালানো হয়েছে।

ভারতীয় সশস্ত্র বাহিনীর দাবি, এই হামলা মূলত সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত হয়েছে এবং পাকিস্তানি সেনাবাহিনীর কোনও স্থাপনায় আঘাত করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, “সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং ভারতের ভূখণ্ডে হামলার পরিকল্পনার অভিযোগে এই অভিযান পরিচালিত হয়েছে। পাঁচটি স্থানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে।”

ভারতীয় বাহিনীর আরও দাবি, এ হামলা ‘কেন্দ্রীভূত ও পরিমিত মাত্রার’ ছিল, যাতে আঞ্চলিক উত্তেজনা আরও না বাড়ে, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে।

ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে বলা হয়, “ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। জয় হিন্দ।”

এই হামলার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানে ভারতীয় মিসাইল হামলা, নিহত ৩

আপডেট সময় : ০৯:১৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের পাঁচটি স্থানে মিসাইল হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। এতে তিনজন নিহত এবং দুটি পাকিস্তানি জেট যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানানো হয়েছে।

দেশটির সামরিক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন।

ভারতের পক্ষ থেকেও হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘অপারেশন সিঁদুর’ নামে একটি অভিযানে আজাদ কাশ্মীরসহ পাকিস্তানের পাঁচটি স্থানে হামলা চালানো হয়েছে।

ভারতীয় সশস্ত্র বাহিনীর দাবি, এই হামলা মূলত সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত হয়েছে এবং পাকিস্তানি সেনাবাহিনীর কোনও স্থাপনায় আঘাত করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, “সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং ভারতের ভূখণ্ডে হামলার পরিকল্পনার অভিযোগে এই অভিযান পরিচালিত হয়েছে। পাঁচটি স্থানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে।”

ভারতীয় বাহিনীর আরও দাবি, এ হামলা ‘কেন্দ্রীভূত ও পরিমিত মাত্রার’ ছিল, যাতে আঞ্চলিক উত্তেজনা আরও না বাড়ে, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে।

ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে বলা হয়, “ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। জয় হিন্দ।”

এই হামলার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।