অপরাধ করলে সাজা হবেই: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
- / 110
অপরাধ করলে সাজা হবেই জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কোনো দলের ওপর প্রতিশোধপরায়ণ হয়ে কিছু করেনি। বিএনপির বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক মামলা না। এগুলো অগ্নিসন্ত্রাসের মামলা।
আজ ১৯ এপ্রিল শুক্রবার সকালে গণভবনে বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কৃষক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
বিএনপি নেতাকর্মীরা গ্রেফতারের মিথ্যা কান্না করে বেড়াচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, তাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা উচিত। তাদের দাবি অনুযায়ী, ৬০ লাখ নেতাকর্মী নাকি গ্রেফতার করা হয়েছে। দেশের সব জেলখানার ধারণক্ষমতা তো এত নেই। তাহলে কি দেশের জেলে বন্দি সব কয়েদীই বিএনপির ক্রিমিনাল?
শেখ হাসিনা আরও বলেন, আমরা প্রতিশোধপরায়ণ না দেখে তারা কথা বলার সুযোগ পায়। আমরা প্রতিশোধ নিতে ব্যাস্ত থাকিনি, আমরা মেধা কাজে লাগিয়েছি দেশের উন্নয়নে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওয়ার্ল্ড ব্যাংক (কৃষি নিয়ে) তালিকা নিয়ে আসছিলো, সব বন্ধ করে দিতে হবে। কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে না এমন শর্তও ছিলো। কিন্তু আমি বলেছি, আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই।
প্রধানমন্ত্রী বলেন, কৃষকরা যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ওয়াল্ড ব্যাংক তালিকা নিয়ে আসছিলো, সব বন্ধ করে দিতে হবে। কৃষিতে ভর্তুকি দেয়া যাবে না এমন শর্তও ছিলো। কিন্তু আমি বলেছি, আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই।
তিনি বলেন, জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া যে অত্যাচার করেছে তাদের দ্বারা সকলেই নির্যাতিত। কৃষকদের হত্যা করেছে, ওরা মানুষের ওপর যে অত্যাচার করেছে তাই তাদের বিরুদ্ধে মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে, যারা এগুলো করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাও আমরা প্রতিশোধপরায়ণ না। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা দেশের উন্নয়ন নিয়ে কাজ করেছি। এই মামলা গুলো দ্রুত শেষ করে শাস্তি দিয়ে দেয়া উচিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তাই এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। কৃষকরা যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সমবায়ের মাধ্যমে কৃষির যান্ত্রিকিকরণ করতে হবে। তাহলে সবাই লাভবান হবে।