ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হুমকির শিকার রাইমা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোশ্যাল মিডিয়ায় সমালোচনা বা ট্রোলের শিকার হননি এমন তারকা কমই পাওয়া যাবে। তবে এবার হুমকির শিকার হয়েছেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। নন্দিত অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে তিনি।

বাড়ির ল্যান্ডলাইন ফোনে হুমকি দেয়া হচ্ছে তাকে। মূলত ‘মা কালী’ নামের একটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন রাইমা। ১৯৪৬ সালের ১৬ই আগস্টের সাম্প্রদায়িক হিংসাকে কেন্দ্র করে সিনেমাটি তৈরি হয়েছে। ইতিহাসে যে দিনটি ‘ডিরেক্ট অ্যাকশন ডে’ নামে পরিচিত। সম্প্রতি সিনেমার কয়েকটি পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই প্রতিনিয়ত হুমকি পাচ্ছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে রাইমা বলেন, আমি অবাক। এ রকমও যে হতে পারে আমার ধারণাই ছিল না।

হিন্দি ও বাংলা ভাষায় রীতিমতো হুমকি দেয়া হচ্ছে। রাইমার মতে শিল্পীর কাজ যে কোনো চরিত্রে সাবলীল অভিনয় করা। তাই তিনি বলেন, ভালো চরিত্র দেখেই ছবিটা করতে রাজি হই। ছবি না দেখে আগে থেকে কোনো কিছু অনুমান করে নেয়া উচিত নয়। এর আগে গত বছর ‘ভ্যাকসিন ওয়ার’ ছবির ট্রেলার দেখেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু লেখা হয়েছিল। কিন্তু তারপর ছবিটা দেখে সবাই চুপ করে যান। বিজয় ইয়েলাকান্তি পরিচালিত এই সিনেমায় রাইমা ছাড়াও অভিনয় করেছেন অভিষেক সিং।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হুমকির শিকার রাইমা

আপডেট সময় : ০৪:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪

সোশ্যাল মিডিয়ায় সমালোচনা বা ট্রোলের শিকার হননি এমন তারকা কমই পাওয়া যাবে। তবে এবার হুমকির শিকার হয়েছেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। নন্দিত অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে তিনি।

বাড়ির ল্যান্ডলাইন ফোনে হুমকি দেয়া হচ্ছে তাকে। মূলত ‘মা কালী’ নামের একটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন রাইমা। ১৯৪৬ সালের ১৬ই আগস্টের সাম্প্রদায়িক হিংসাকে কেন্দ্র করে সিনেমাটি তৈরি হয়েছে। ইতিহাসে যে দিনটি ‘ডিরেক্ট অ্যাকশন ডে’ নামে পরিচিত। সম্প্রতি সিনেমার কয়েকটি পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই প্রতিনিয়ত হুমকি পাচ্ছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে রাইমা বলেন, আমি অবাক। এ রকমও যে হতে পারে আমার ধারণাই ছিল না।

হিন্দি ও বাংলা ভাষায় রীতিমতো হুমকি দেয়া হচ্ছে। রাইমার মতে শিল্পীর কাজ যে কোনো চরিত্রে সাবলীল অভিনয় করা। তাই তিনি বলেন, ভালো চরিত্র দেখেই ছবিটা করতে রাজি হই। ছবি না দেখে আগে থেকে কোনো কিছু অনুমান করে নেয়া উচিত নয়। এর আগে গত বছর ‘ভ্যাকসিন ওয়ার’ ছবির ট্রেলার দেখেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু লেখা হয়েছিল। কিন্তু তারপর ছবিটা দেখে সবাই চুপ করে যান। বিজয় ইয়েলাকান্তি পরিচালিত এই সিনেমায় রাইমা ছাড়াও অভিনয় করেছেন অভিষেক সিং।