ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢালিউডের প্রভাবশালী খলনায়িকা রিনা খান। সিনেমার পর্দায় তিনি বরাবরই ভয়ংকর! অনেকটা এই অগ্নিমূর্তি নিয়েই এবার হাজির হচ্ছেন টিভি ধারাবাহিকে। নাম ‌‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’।

২৭ এপ্রিল থেকে সপ্তাহে শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে এটি।

আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন। এতে রিনা খান ছাড়াও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, আরফান আহমেদ, জিল্লুর রহমান, সাদ্দাম মাল, উদাস শরীফ খান, শমসের আলী, শাকিলা পারভীন, সুজন হাবিব, আজীজুন মীম, তানিন শুভা, পারিশা জান্নাত, মুকুল সিরাজ, লিটন খন্দকার, রেশমা আহমেদসহ অনেকে।

রিনা খান জানান নাটকের গল্প সম্পর্কে, ‘যার টাকা বেশি তাকে বেশি মূল্যায়ন করে সমাজে। তাই সমাজের মূল্যায়নের আশায় টাকা আয়ের জন্য অনেকে নীতির বিসর্জন দিচ্ছেন। তারই প্রতিচ্ছবি দেখা যাবে এই ধারাবাহিকে।’

দেখা যাবে, চামেলী বেগম এমনই একজন বিজনেসম্যান, যিনি ভেজাল ক্রিম বিক্রি করেন। এই বিক্রি নিয়ে নানারকম হাস্যকর ঘটনা ঘটে। অন্যদিকে দেখা যায় আরও কিছু খারাপ মানুষের সম্মিলন, যারা নিজের স্বার্থে আখের গোছাতে ব্যস্ত। চামেলী বেগমের ভেজাল ক্রিমের মতোই ভেজাল পণ্যে যেন ছেয়ে যাচ্ছে পুরো দেশ!

নাটকের গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘এটি মূলত একটি কমেডি নাটক। হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে সমাজের নানা অসঙ্গতি। মানুষকে কিছুটা বিনোদন দেয়া ও সচেতন করার জন্যই আমাদের এ আয়োজন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান

আপডেট সময় : ১০:৩৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ঢালিউডের প্রভাবশালী খলনায়িকা রিনা খান। সিনেমার পর্দায় তিনি বরাবরই ভয়ংকর! অনেকটা এই অগ্নিমূর্তি নিয়েই এবার হাজির হচ্ছেন টিভি ধারাবাহিকে। নাম ‌‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’।

২৭ এপ্রিল থেকে সপ্তাহে শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে এটি।

আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন। এতে রিনা খান ছাড়াও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, আরফান আহমেদ, জিল্লুর রহমান, সাদ্দাম মাল, উদাস শরীফ খান, শমসের আলী, শাকিলা পারভীন, সুজন হাবিব, আজীজুন মীম, তানিন শুভা, পারিশা জান্নাত, মুকুল সিরাজ, লিটন খন্দকার, রেশমা আহমেদসহ অনেকে।

রিনা খান জানান নাটকের গল্প সম্পর্কে, ‘যার টাকা বেশি তাকে বেশি মূল্যায়ন করে সমাজে। তাই সমাজের মূল্যায়নের আশায় টাকা আয়ের জন্য অনেকে নীতির বিসর্জন দিচ্ছেন। তারই প্রতিচ্ছবি দেখা যাবে এই ধারাবাহিকে।’

দেখা যাবে, চামেলী বেগম এমনই একজন বিজনেসম্যান, যিনি ভেজাল ক্রিম বিক্রি করেন। এই বিক্রি নিয়ে নানারকম হাস্যকর ঘটনা ঘটে। অন্যদিকে দেখা যায় আরও কিছু খারাপ মানুষের সম্মিলন, যারা নিজের স্বার্থে আখের গোছাতে ব্যস্ত। চামেলী বেগমের ভেজাল ক্রিমের মতোই ভেজাল পণ্যে যেন ছেয়ে যাচ্ছে পুরো দেশ!

নাটকের গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘এটি মূলত একটি কমেডি নাটক। হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে সমাজের নানা অসঙ্গতি। মানুষকে কিছুটা বিনোদন দেয়া ও সচেতন করার জন্যই আমাদের এ আয়োজন।’