ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কনসার্টের টাকা দিয়ে ৩ হাজার শিশুর চিকিৎসা!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় সংগীতশিল্পী পলক মুচ্ছাল। হিন্দি ছাড়াও বাংলা, তেলুগু, কন্নড়, তামিল, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, ভোজপুরি, উর্দুসহ অনেক ভাষায় গান গেয়েছেন। তার প্রতিটি কনসার্টে ভিড় করেন অনুরাগীরা। এসব কনসার্ট থেকে যে আয় হয় অর্থ তিনি খরচ করেন সমাজসেবামূলক কাজে।

‘সেভিং লিটল হার্টস’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আছে পলক মুচ্ছালের। এই সংস্থা থেকে হৃদ্‌রোগে আক্রান্ত শিশুদের অস্ত্রোপচারের ব্যবস্থা করেন পলক।

১১ জুন ছিল গায়িকার জীবনের অন্যতম স্মরণীয় দিন। ইনস্টাগ্রামে এদিন আট বছর বয়সী অলক সাহুকে নিয়ে একটি পোস্ট করেন পলক। শিশুটি হৃদ্‌রোগে আক্রান্ত। এদিন সফলভাবে তার অস্ত্রোপচার হয়। বরাবরের মতো অপারেশন থিয়েটারে হাজির ছিলেন গায়িকা। অলকের এই অস্ত্রোপচারের মাধ্যমে একটি মাইলফলক অর্জিত হল। এ নিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত ৩ হাজার শিশুর অস্ত্রোপচারের ব্যবস্থা করলেন পলক।

মুচ্ছাল বলেন, ‘এখন এটা আমার জীবনের সবচেয়ে বড় মিশন হয়ে উঠেছে। এই মুহূর্তে অস্ত্রোপচারের জন্য অপেক্ষায় রয়েছে ৪১৩ জন শিশু। যেসব শিশুর পরিবার চিকিৎসার খরচ বহন করতে পারে না, তাদের জন্যই এ উদ্যোগ। এটা আমার একটা দায়িত্ব। আমি সত্যিই খুশি যে ঈশ্বর এ কাজের জন্য আমাকে একটা মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।’

কনসার্ট করে যে অর্থ তিনি পান, সেটা নিজের জন্য খরচ করেন না। প্রায় পুরোটাই ব্যয় হয় এসব অসহায় শিশুর চিকিৎসায়। পলক বলেন, ‘আমার প্রতিটি কনসার্ট শিশুদের হার্ট সার্জারির জন্যই নিবেদিত। যখন আমার কাছে সিনেমায় প্লেব্যাকের কোনো কাজ ছিল না, তখনো আমি তিন ঘণ্টা গান গেয়েছি শুধু শিশুদের জন্য অর্থ সংগ্রহ করতে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কনসার্টের টাকা দিয়ে ৩ হাজার শিশুর চিকিৎসা!

আপডেট সময় : ০৯:৩০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

ভারতীয় সংগীতশিল্পী পলক মুচ্ছাল। হিন্দি ছাড়াও বাংলা, তেলুগু, কন্নড়, তামিল, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, ভোজপুরি, উর্দুসহ অনেক ভাষায় গান গেয়েছেন। তার প্রতিটি কনসার্টে ভিড় করেন অনুরাগীরা। এসব কনসার্ট থেকে যে আয় হয় অর্থ তিনি খরচ করেন সমাজসেবামূলক কাজে।

‘সেভিং লিটল হার্টস’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আছে পলক মুচ্ছালের। এই সংস্থা থেকে হৃদ্‌রোগে আক্রান্ত শিশুদের অস্ত্রোপচারের ব্যবস্থা করেন পলক।

১১ জুন ছিল গায়িকার জীবনের অন্যতম স্মরণীয় দিন। ইনস্টাগ্রামে এদিন আট বছর বয়সী অলক সাহুকে নিয়ে একটি পোস্ট করেন পলক। শিশুটি হৃদ্‌রোগে আক্রান্ত। এদিন সফলভাবে তার অস্ত্রোপচার হয়। বরাবরের মতো অপারেশন থিয়েটারে হাজির ছিলেন গায়িকা। অলকের এই অস্ত্রোপচারের মাধ্যমে একটি মাইলফলক অর্জিত হল। এ নিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত ৩ হাজার শিশুর অস্ত্রোপচারের ব্যবস্থা করলেন পলক।

মুচ্ছাল বলেন, ‘এখন এটা আমার জীবনের সবচেয়ে বড় মিশন হয়ে উঠেছে। এই মুহূর্তে অস্ত্রোপচারের জন্য অপেক্ষায় রয়েছে ৪১৩ জন শিশু। যেসব শিশুর পরিবার চিকিৎসার খরচ বহন করতে পারে না, তাদের জন্যই এ উদ্যোগ। এটা আমার একটা দায়িত্ব। আমি সত্যিই খুশি যে ঈশ্বর এ কাজের জন্য আমাকে একটা মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।’

কনসার্ট করে যে অর্থ তিনি পান, সেটা নিজের জন্য খরচ করেন না। প্রায় পুরোটাই ব্যয় হয় এসব অসহায় শিশুর চিকিৎসায়। পলক বলেন, ‘আমার প্রতিটি কনসার্ট শিশুদের হার্ট সার্জারির জন্যই নিবেদিত। যখন আমার কাছে সিনেমায় প্লেব্যাকের কোনো কাজ ছিল না, তখনো আমি তিন ঘণ্টা গান গেয়েছি শুধু শিশুদের জন্য অর্থ সংগ্রহ করতে।’