ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

লোকসভা-রাজ্যসভার অধিবেশন হবে আলাদা

ভারতে নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশন ২৪ জুন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদ্য শেষ হলো ভারতের অষ্টম লোকসভা নির্বাচন। তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে এনডিএ সরকার। বুধবার জানানো হলো নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশনের দিন। ২৪ জুন থেকে শুরু হচ্ছে অধিবেশন। অধিবেশনের প্রথম তিনদিন নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন৷ পাশাপাশি লোকসভায় তাঁদের সদস্যপদ নিশ্চিত করা হবে ৷ একই সঙ্গে ওইদিন লোকসভার স্পিকার নির্বাচিত হবেন। অধিবেশনে সকলের কৌতূহল স্পিকার নির্বাচন ঘিরে।

এই পর্বে নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ, স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ এবং তা নিয়ে আলোচনা হবে। পেশ করা হবে আগামী পাঁচ বছরের সরকারের রূপরেখা তৈরি এবং প্রস্তাবনা।

অন্যদিকে, ২৭ জুন শুরু হবে রাজ্যসভার ২৬৪-তম অধিবেশন। ওই দিনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন। রাষ্ট্রপতির ভাষণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেবেন বলে জানা যায়। সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপনে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

রাজনৈতিক মহলের মতে, রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপনে আক্রমণাত্মক ভূমিকা নিতে পারে বিরোধী ইন্ডিয়া জোট৷ সংসদের উভয় সভার এই পর্বের সমাপ্তি ঘটবে ৩ জুলাই।

সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, জনগণ তাঁদের সিদ্ধান্ত জানিয়েছেন, এবার দায়িত্ব সংসদ সদস্যদের। ১৪০ কোটি ভারতীয়র আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য আলোচনা, বিতর্ক এবং সিদ্ধান্ত গ্রহণের সঠিক জায়গা হচ্ছে সংসদ।

এদিকে স্পিকার পদের দাবি ঘিরে বেশ কিছু রাজনৈতিক গণিত উঠে আসছে। ২০২৪ লোকসভা ভোটের কিংমেকার চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি প্রথম থেকেই মন্ত্রীপদ ছাড়াও লোকসভার স্পিকার পদের দাবি করে আসছে। অন্যদিকে নীতীশ কুমারের জেডিইউয়েরও স্পিকারের চেয়ারের দিকে নজর রয়েছে বলে সূত্র জানায়।

তবে টিডিপির রামমোহন নাইডুকে বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেও টিডিপি এখনও স্পিকারের পদটির দাবিতে অনড়। অন্যদিকে, কংগ্রেসের বার্তা রয়েছে, যে যদি টিডিপি থেকে চন্দ্রবাবু নাইডু স্পিকার পদের প্রার্থী দেন, তাহলে তাঁকে সমর্থন জানাবে কংগ্রেস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লোকসভা-রাজ্যসভার অধিবেশন হবে আলাদা

ভারতে নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশন ২৪ জুন

আপডেট সময় : ১১:৫৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

সদ্য শেষ হলো ভারতের অষ্টম লোকসভা নির্বাচন। তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে এনডিএ সরকার। বুধবার জানানো হলো নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশনের দিন। ২৪ জুন থেকে শুরু হচ্ছে অধিবেশন। অধিবেশনের প্রথম তিনদিন নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন৷ পাশাপাশি লোকসভায় তাঁদের সদস্যপদ নিশ্চিত করা হবে ৷ একই সঙ্গে ওইদিন লোকসভার স্পিকার নির্বাচিত হবেন। অধিবেশনে সকলের কৌতূহল স্পিকার নির্বাচন ঘিরে।

এই পর্বে নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ, স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ এবং তা নিয়ে আলোচনা হবে। পেশ করা হবে আগামী পাঁচ বছরের সরকারের রূপরেখা তৈরি এবং প্রস্তাবনা।

অন্যদিকে, ২৭ জুন শুরু হবে রাজ্যসভার ২৬৪-তম অধিবেশন। ওই দিনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন। রাষ্ট্রপতির ভাষণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেবেন বলে জানা যায়। সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপনে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

রাজনৈতিক মহলের মতে, রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপনে আক্রমণাত্মক ভূমিকা নিতে পারে বিরোধী ইন্ডিয়া জোট৷ সংসদের উভয় সভার এই পর্বের সমাপ্তি ঘটবে ৩ জুলাই।

সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, জনগণ তাঁদের সিদ্ধান্ত জানিয়েছেন, এবার দায়িত্ব সংসদ সদস্যদের। ১৪০ কোটি ভারতীয়র আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য আলোচনা, বিতর্ক এবং সিদ্ধান্ত গ্রহণের সঠিক জায়গা হচ্ছে সংসদ।

এদিকে স্পিকার পদের দাবি ঘিরে বেশ কিছু রাজনৈতিক গণিত উঠে আসছে। ২০২৪ লোকসভা ভোটের কিংমেকার চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি প্রথম থেকেই মন্ত্রীপদ ছাড়াও লোকসভার স্পিকার পদের দাবি করে আসছে। অন্যদিকে নীতীশ কুমারের জেডিইউয়েরও স্পিকারের চেয়ারের দিকে নজর রয়েছে বলে সূত্র জানায়।

তবে টিডিপির রামমোহন নাইডুকে বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেও টিডিপি এখনও স্পিকারের পদটির দাবিতে অনড়। অন্যদিকে, কংগ্রেসের বার্তা রয়েছে, যে যদি টিডিপি থেকে চন্দ্রবাবু নাইডু স্পিকার পদের প্রার্থী দেন, তাহলে তাঁকে সমর্থন জানাবে কংগ্রেস।