জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অর্থায়ন বন্ধের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

- আপডেট সময় : ০৮:৪০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / 10
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধের সুপারিশ করেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
মালি, লেবানন এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ মিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে হোয়াইট হাউজের বাজেট দপ্তর (ওএমবি) এ প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, হোয়াইট হাউজের অভ্যন্তরীণ একটি গোপন নথিতে এই সুপারিশের তথ্য পাওয়া গেছে।
প্রস্তাব অনুযায়ী, শান্তিরক্ষা মিশনে যুক্তরাষ্ট্রের বার্ষিক বরাদ্দ পুরোপুরি বাতিল করা হতে পারে।
বর্তমানে জাতিসংঘের সবচেয়ে বড় আর্থিক সহায়তাকারী দেশ হলো যুক্তরাষ্ট্র। সংস্থার সাধারণ বাজেটের ২২ শতাংশ বা ৩.৭ বিলিয়ন ডলার এবং শান্তিরক্ষা মিশনের প্রায় ২৭ শতাংশ বা ৫.৬ বিলিয়ন ডলার খরচ বহন করে ওয়াশিংটন।
অর্থের অঙ্কে যা দাঁড়ায় প্রায় ৯.৩ বিলিয়ন ডলার। এ সহায়তা জাতিসংঘের সদস্য হিসেবে বাধ্যতামূলক।
রয়টার্স আরও জানায়, নতুন অর্থবছর (অক্টোবর থেকে শুরু) সামনে রেখে মার্কিন পররাষ্ট্র দপ্তর যে বাজেট প্রস্তাব জমা দিয়েছে, তার জবাবে হোয়াইট হাউজের বাজেট দপ্তর শান্তিরক্ষা কার্যক্রমে অর্থায়ন বন্ধের সুপারিশ করেছে।
একইসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সামগ্রিক বাজেট প্রায় অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।
তবে এই বাজেট চূড়ান্ত হতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। কংগ্রেস চাইলে প্রস্তাবিত বাজেটে পরিবর্তন বা কাটছাঁটের সুপারিশ প্রত্যাখ্যানও করতে পারে।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদকালেও ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রনীতি ও বৈদেশিক সহায়তা বাজেটের এক-তৃতীয়াংশ কমানোর প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই প্রস্তাব কংগ্রেসে প্রত্যাখ্যাত হয়।
নতুন এই সুপারিশের বিষয়ে মঙ্গলবারের মধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে তাদের প্রতিক্রিয়া জানাতে বলা হয়েছে।