ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সন্ত্রাসবাদ নিয়ে নাটক নির্মাণ করায় দুই রুশ নাট্যকর্মীর জেল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার এক নাট্যকার ও এক নাট্যপরিচালক সন্ত্রাসবাদকে সমর্থন করেন এমন অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এই রায় দিয়েছিল মস্কোর সামরিক আদালত। দেশটির আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৩ সালের মে মাসের পর থেকে তারা পুলিশি হেফাজতে আছেন। তবে এবার তাদের কারাভোগের জন্য নির্বাসন কলোনিতে পাঠানো হবে।

‘দ্য ব্রেভ ফ্যালকন ফিনিস্ট’ নামের একটি নাটক বানিয়েছিলেন রুশ নাট্যকার থিয়েটার এজভেতলানা পেত্রিচুক (৪৪) এবং পরিচালক ইভজেনিয়া ভারকোভিচ(৩৯)। এই নাটকটি আংশিক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বলে জানা গেছে। এতে এক রুশ নারীর গল্প তুলে ধরা হয়েছে। সেই নারী সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালীন ইসলামিক স্টেট গ্রুপের (আইএস) এক সদস্যকে বিয়ে করতে সেখানে গিয়েছিলেন। তারই বিবরন দেয়া হয়েছে চিত্রনাট্যটিতে। এই নাটকটি সেরা চিত্রনাট্য ও পোশাকের জন্য দুটি গোল্ডেন মাস্ক থিয়েটার অ্যাওয়ার্ডও পেয়েছিল।

তবে এই নাটকে সন্ত্রাসবাদ দেখছে রাশিয়ার শিল্পিসমাজ। আইনি পক্ষের দাবি, আইএস নিয়ে একটি ইতিবাচক মন্তব্য করেছে ওই নারী (নাটকের চরিত্র)। কৌঁসুলি একাতরিনা ডেনিসোভা বলেন, নাটকটি সন্ত্রাসবাদকে সমর্থনের ইঙ্গিত দেয়।

তাই সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগে দায়ে থিয়েটার পরিচালক ইভজেনিয়া ভারকোভিচ ও নাট্যকার এজভেতলানা পেত্রিচুককে ছয় বছর করে কারাদণ্ড দিয়েছে মস্কোর সামরিক আদালত। শুধু কারাদন্ড নয়।কারাদণ্ডের পাশাপাশি ওই দুই নারীকে সব ধরনের ওয়েবসাইট পরিচালনা থেকে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তাঁরা জেল থেকে মুক্তি পাওয়ার পরও তিন বছর পর্যন্ত তাঁরা কোনো ওয়েবসাইট পরিচালনা করতে পারবেন না।

গত মে মাসের শেষে দিকে অভিযুক্ত দুই নারীর বিচারপ্রক্রিয়া শুরু হয়। যদিও ভারকোভিচ ও পেত্রিচুক জানিয়েছিলেন, তারা নাটকটি মঞ্চায়ন করেছেন সন্ত্রাসবাদের উদ্দেশ্যে নয়। কারণ, তারা সন্ত্রাসবাদের বিপক্ষে। অবশ্য দণ্ডিত হওয়ার পর তাদের আইনজীবী সেনিয়া কারপিন্সকায়া এই শুনানিকে ‘একেবারে বেআইনি’ বলে দাবি করেন। এর বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সন্ত্রাসবাদ নিয়ে নাটক নির্মাণ করায় দুই রুশ নাট্যকর্মীর জেল

আপডেট সময় : ১০:৫২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪

রাশিয়ার এক নাট্যকার ও এক নাট্যপরিচালক সন্ত্রাসবাদকে সমর্থন করেন এমন অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এই রায় দিয়েছিল মস্কোর সামরিক আদালত। দেশটির আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৩ সালের মে মাসের পর থেকে তারা পুলিশি হেফাজতে আছেন। তবে এবার তাদের কারাভোগের জন্য নির্বাসন কলোনিতে পাঠানো হবে।

‘দ্য ব্রেভ ফ্যালকন ফিনিস্ট’ নামের একটি নাটক বানিয়েছিলেন রুশ নাট্যকার থিয়েটার এজভেতলানা পেত্রিচুক (৪৪) এবং পরিচালক ইভজেনিয়া ভারকোভিচ(৩৯)। এই নাটকটি আংশিক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বলে জানা গেছে। এতে এক রুশ নারীর গল্প তুলে ধরা হয়েছে। সেই নারী সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালীন ইসলামিক স্টেট গ্রুপের (আইএস) এক সদস্যকে বিয়ে করতে সেখানে গিয়েছিলেন। তারই বিবরন দেয়া হয়েছে চিত্রনাট্যটিতে। এই নাটকটি সেরা চিত্রনাট্য ও পোশাকের জন্য দুটি গোল্ডেন মাস্ক থিয়েটার অ্যাওয়ার্ডও পেয়েছিল।

তবে এই নাটকে সন্ত্রাসবাদ দেখছে রাশিয়ার শিল্পিসমাজ। আইনি পক্ষের দাবি, আইএস নিয়ে একটি ইতিবাচক মন্তব্য করেছে ওই নারী (নাটকের চরিত্র)। কৌঁসুলি একাতরিনা ডেনিসোভা বলেন, নাটকটি সন্ত্রাসবাদকে সমর্থনের ইঙ্গিত দেয়।

তাই সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগে দায়ে থিয়েটার পরিচালক ইভজেনিয়া ভারকোভিচ ও নাট্যকার এজভেতলানা পেত্রিচুককে ছয় বছর করে কারাদণ্ড দিয়েছে মস্কোর সামরিক আদালত। শুধু কারাদন্ড নয়।কারাদণ্ডের পাশাপাশি ওই দুই নারীকে সব ধরনের ওয়েবসাইট পরিচালনা থেকে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তাঁরা জেল থেকে মুক্তি পাওয়ার পরও তিন বছর পর্যন্ত তাঁরা কোনো ওয়েবসাইট পরিচালনা করতে পারবেন না।

গত মে মাসের শেষে দিকে অভিযুক্ত দুই নারীর বিচারপ্রক্রিয়া শুরু হয়। যদিও ভারকোভিচ ও পেত্রিচুক জানিয়েছিলেন, তারা নাটকটি মঞ্চায়ন করেছেন সন্ত্রাসবাদের উদ্দেশ্যে নয়। কারণ, তারা সন্ত্রাসবাদের বিপক্ষে। অবশ্য দণ্ডিত হওয়ার পর তাদের আইনজীবী সেনিয়া কারপিন্সকায়া এই শুনানিকে ‘একেবারে বেআইনি’ বলে দাবি করেন। এর বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান।