কলকাতায় চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে বিক্ষোভ–মিছিল অব্যাহত
- আপডেট সময় : ০৯:৫৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / 71
নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দিনভর বিক্ষোভ–মিছিলে উত্তাল ছিল কলকাতার রাজপথ। এসব মিছিল থেকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ও আর জি কর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণের পর হত্যার ঘটনায় কলকাতায় প্রতিবাদ মিছিল করেছে বামফ্রন্ট। এ ঘটনার তদন্ত করে অবিলম্বে দোষী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে তারা।
মঙ্গলবারের প্রতিবাদ মিছিলে বামফন্টের শরিক দল ও সাধারণ মানুষ যোগ দেন। রাজাবাজার থেকে শুরু হয়ে আর জি কর হাসপাতালের কাছে শ্যামবাজারে গিয়ে শেষ হয় মিছিল। এ সময় বামফ্রন্ট নেতা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীসহ বামফন্টের শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ১৬ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছেন। কলকাতার উল্টোডাঙ্গা ও পাটুলির মাঝের রাজপথে এই মানববন্ধন হয়।