নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা
- আপডেট সময় : ১২:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
- / 69
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য জামফারাতে নৌকা ডুবে ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার স্থানীয় সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
কাঠের তৈরি নৌকাটিতে ৭০ জন কৃষক ছিলেন। শনিবার সকালে তারা নদী পাড়ি দিয়ে গুম্মি শহরের কাছে নিজেদের কৃষি জমিতে যাচ্ছিলেন, কিন্তু পথে নৌকাটি উল্টে যায়।
দুর্ঘটনার পর কর্তৃপক্ষের সহায়তায় স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে নেমে পড়েন। ঘণ্টা তিনেক পর ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়। বাকিদের হদিস মিলেনি।
উদ্ধারকারী দলকে নেতৃত্ব দেওয়া স্থানীয় প্রশাসক আমিনু নুহু ফালালে বলেন, এ নিয়ে গুম্মিতে দ্বিতীয়বার এমন দুর্ঘটনা ঘটল।
তিনি আরও বলেন, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে। আশা করা হচ্ছে তাদের খুঁজে পাওয়া যাবে।
স্থানীয় শাসক বলেন, প্রতিদিন প্রায় ৯০০ কৃষক নদী পাড়ি দিয়ে তাদের কৃষি জমিতে যায়। কিন্তু নদীতে পাড় করতে মাত্র দুটি নৌকা কাজ করে। ফলে উপচে পড়া ভিড়ের কারণে এমন দুর্ঘটনা ঘটে।
জামফারা রাজ্য খনিজ সম্পদে সমৃদ্ধ। কিন্তু এসব সম্পদের দখল নিতে রাজ্যজুড়ে বিভিন্ন অপরাধী চক্র ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এখানে ভারি বৃষ্টি হওয়ার পর ব্যাপক বন্যা দেখা দেয়। দুই সপ্তাহ আগে বন্যার কারণে রাজ্যটির ১০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।