সংবাদ শিরোনাম ::
‘বোরকা পরে গেলেও মানুষ চিনে ফেলে’
বিনোদন প্রতিবেদক
- আপডেট সময় : ১০:১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
- / 107
আনিকা কবির শখ। একসময় ছিলেন তুমুল ব্যস্ত। নিয়মিত অভিনয় করতেন নাটক কিংবা বিজ্ঞাপনে। হঠাৎ করেই ব্যস্ততা ফেলে তিনি থিতু হন সংসারজীবনে। সম্প্রতি এই অভিনেত্রী অতিথি হয়ে এসেছিলেন আরটিভির টকশো ‘ঈদ কার্ণিভাল’-এ। সেখানে তিনি কথা বলেন নানা বিষয় নিয়ে।
অনুষ্ঠানে শখ বলেন, আমি আজকে একটা সিক্রেট বলে দিতে চাই। এটা অনেকেই জানে না। আমি একদমই যখন লোকালভাবে বাইরে যাই, তখন বোরকা পরি। তখনও দেখা যায়, অনেকে চোখ দেখে চিনে ফেলে।
তিনি আরও বলেন, বিষয়টি সত্যিই সারপ্রাইজিং।
সংসার-সন্তান নিয়ে ব্যস্ত থাকলেও এবার ঈদে শখ অভিনীত ওয়েভ ফিল্ম ‘ত্রিভুজ’ মুক্তি পেয়েছে। পাশাপাশি বেশ কিছু নাটকও প্রচার হচ্ছে টিভিতে।