উপজেলা নির্বাচন
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- আপডেট সময় : ০৭:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
- / 81
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চারটি উপজেলার তিনটি পদেই বিনাভোটে প্রার্থীরা জয়ী হয়েছেন। উপজেলাগুলো হলো— বাগেরহাট সদর, মুন্সীগঞ্জ সদর, মাদারীপুরের শিবচর ও ফেনীর পরশুরাম।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সংশ্লিষ্ট উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। এদিকে মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন। প্রতীক পেয়েই তারা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।
আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ভোটগ্রহণের কথা রয়েছে। তবে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় এ ধাপে বান্দরবান জেলার থানচি ও রোয়াংছড়ির ভোট স্থগিত করেছে ইসি। এছাড়া এ জেলার রুমা উপজেলার নির্বাচনও স্থগিত করেছে ইসি। রুমা উপজেলার ভোট (দ্বিতীয় ধাপে) ২১ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
প্রথম ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মাঠ থেকে সরে যান ১৯৮ জন প্রার্থী।
ইসির অতিরিক্ত সচিব (নির্বাচন ব্যবস্থাপনা) ফরহাদ আহম্মদ খান সাংবাদিকদের জানান, প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
চার উপজেলার তিনটি পদ ছাড়াও বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, হাকিমপুরে (দিনাজপুর) মহিলা ভাইস চেয়ারম্যান, সাঘাটায় (গাইবান্ধা) চেয়ারম্যান, বেড়া (পাবনা) উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান, সিংড়ায় (নাটোর) চেয়ারম্যান, কুষ্টিয়া সদরে মহিলা ভাইস চেয়ারম্যান, বড়লেখায় (মৌলভীবাজার) মহিলা ভাইস চেয়ারম্যান, সন্দ্বীপে (চট্টগ্রাম) ভাইস চেয়ারম্যান, কক্সবাজার সদরে ভাইস চেয়ারম্যান, রোয়াংছড়িতে (বান্দরবান) চেয়ারম্যান পদ, কাউখালীতে (রাঙ্গামাটি) ভাইস চেয়ারম্যান, চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ১৫০ উপজেলায় তিনটি পদে এক হাজার ৮৯১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাই ও প্রত্যাহারের পর তিন পদে বর্তমানে ভোটের মাঠে আছেন মোট ১ হাজার ৬৯৩ জন প্রার্থী। এর মধ্যে বর্তমানে চেয়ারম্যান পদে ৬০১ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৬৪৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পরে ৪৪৭ জন প্রার্থী মাঠে রয়েছেন।
২০১৯ সালে চার ধাপের উপজেলা ভোটে প্রায় পাঁচশ উপজেলার মধ্যে ৪৬৫টি উপজেলায় ভোট হয়। সে সময় তিনটি পদে সব মিলিয়ে ২২৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫২ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯ জন নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
নিউজটি শেয়ার করুন