সংবাদ শিরোনাম ::
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
- / 101
হাকিমপুরে উপজেলা নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া-আসা স্বাভাবিক রয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানী-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বলেন, আজ বুধবার দেশের প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে হাকিমপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হাওয়ায় একদিনের জন্য হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া-আসা স্বাভাবিক রয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে বলেও জানান মুস্তাফিজুর রহমান।
নিউজটি শেয়ার করুন