গাইবান্ধায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ
- আপডেট সময় : ১১:৫৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
গাইবান্ধায় যাত্রীবাহী বাসের সঙ্গে গম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। এ ঘটনায় দুই যানবহনেরই চালকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে গুরতর আহত হয়েছেন ট্রাকের চালক। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসাপতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় এবং কোনো যাত্রী হতাহতের খবর জানা যায়নি।
বুধবার (৮ মে) সকাল ১০টার দিকে জেলার সদর উপজেলা তুলসিঘাট এলাকার হিলিপ্যাড সংলগ্ন গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. নুরুল ইসলাম।
তিনি জানান, বুধবার সকাল ৯টা ৪৮ মিনিটের দিকে ঢাকাগামী শিউলি এন্ট্রারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে গাইবান্ধাগামী গম বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস চালক এবং ট্রাক চালক দুইজনেই আহত হন। তবে,তাদের মধ্যে গুরতর আহত হয়েছেন ট্রাকের চালক।
আহতদের উদ্ধার করে জুরুরী ভিত্তিতে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।