ইতালি প্রবাসী ৫০ হাজার বাংলাদেশির বৈধতা নিয়ে শঙ্কা!

- আপডেট সময় : ১১:২৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
- / 148
ইতালি সরকার ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন অনুমোদনের পর দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের বৈধতা পাওয়ার পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, এই আইন যেন আগুনে ঘি ঢেলে দেয়ার মতো কাজ করছে।
অবৈধদের করোনাকালে বৈধ করে নেওয়ার পর এখন পর্যন্ত শুধুমাত্র সাগরপথেই ৪২ হাজার ৯৬৫ জন বাংলাদেশি ইতালিতে এসেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ইতালিতে ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন।
ইতালির কট্টর ডানপন্থি সরকার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসী ঠেকাতে নানা ধরনের কর্মসূচি এবং আইন অনুমোদন করে আসছে। অবৈধদের আলবেনিয়া পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে আলবেনিয়ায় আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হলে অবৈধদের স্বদেশে ফেরত পাঠানো হতে পারে।
এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা।
ইতালি সরকারের প্রভাবশালী মন্ত্রীরা বলছেন, আর কোনো অবৈধ অভিবাসীকে ইতালিতে আশ্রয় দেবে না তারা। এরইমধ্যে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করেছে দেশটি।