পিরোজপুরে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি, নিহত ১
- আপডেট সময় : ০১:৩৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / 90
পিরোজপুরে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে কয়েকশ বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় রুবি নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। গুরুতর আহত হয়েছে তাঁর ছয় বছরের মেয়ে।
আজ রোববার (৭ এপ্রিল) সকালে পিরোজপুর পৌরসভার মরিচাল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রুবী বেগম পিরোজপুর পৌরসভার মরিচাল গ্রামের মিরাজ সরদারের স্ত্রী।
এ ছাড়া ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে শতাধিক ঘরবাড়ি। রবিবার (৭ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত তাণ্ডব চালায় কালবৈশাখী ঝড়। ঝড়ে আহত হয়েছেন অন্তত ২০ জন।
ঝড়ের সময় গোটা পিরোজপুর রাতের মত অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এ সময় বিচ্ছিন্ন হয়ে যায় জেলার বিদ্যুৎ সংযোগ। গাছপালা ভেঙে পড়ে পিরোজপুরের সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগসহ বিভিন্ন এলাকার সঙ্গে সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় এখন পর্যন্ত রুবি নামের একজনের মৃত্যুর খবর পেয়েছি। শতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য শুকনো খাবার ও ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। তবে প্রকৃত ক্ষয়য়তির পরিমাণ পরে জানানো হবে।
নিউজটি শেয়ার করুন