কমলাপুর থেকে সময়মতো ছাড়ছে ট্রেন, দুর্ভোগ নেই
- আপডেট সময় : ১২:০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / 71
পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছে মানুষ। আজ তৃতীয় দিনের মতো ট্রেনে ঈদযাত্রা চলছে। গত দুইদিনের তুলনায় স্টেশনে যাত্রীদের ভিড় বেশি দেখা গেছে।
তবে নেই ট্রেনের বিলম্ব যাত্রা, নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। গত কয়েক দিনের তুলনায় আবহাওয়া ঠাণ্ডা থাকায় সব মিলিয়ে ট্রেনে আজকের ঈদযাত্রা স্বস্তির বার্তা দিচ্ছে। তবে শুধু তিতাস কমিউটার ট্রেনটি দেড় ঘণ্টা বিলম্বে স্টেশন ছেড়েছে।
শুক্রবার (১৪ জুন) সকালে কমলাপুর রেলস্টেশন এলাকায় যাত্রীদের ভিড় দেখা গেছে৷ ঈদযাত্রার প্রথম দিন বুধবার একাধিক ট্রেন বিলম্বে ছাড়ার ঘটনায় বেশ ভোগান্তিতে পড়তে হয়েছিল যাত্রীদের৷ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে গেলেও বিকেলে কয়েকটি ট্রেন বিলম্বে ছাড়ে৷
শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে মোট ১১টি ট্রেন ছেড়ে গেছে। সবকটি ট্রেন নির্দিষ্ট সময়ে স্টেশন ছেড়েছে। সময়মতো ট্রেন ছাড়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে৷
কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রী সাদাব মাহমুদ বলেন, গত দুই দিন বিভিন্ন নিউজে দেখলাম ট্রেন বিলম্বে ছাড়ছে৷ আজ এসে দেখি সময়মতো ট্রেন প্ল্যাটফর্মে চলে আসছে৷ এখনই ট্রেন ছাড়বে৷ যা ভাবছিলাম ভোগান্তি হবে এখন স্বস্তি লাগছে৷
আশরাফুল নামের আরেক যাত্রী বলেন, সময়মতো ট্রেন চলে এসেছে৷ আজকে কোনো ভোগান্তি নেই৷ আশা করছি টাইম মতো বাড়ি ফিরতে পারবো৷
কমলাপুর রেলওয়ে স্টেশনের অনস্ক্রীন বোর্ডে দেখা যায়, সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস ১১ টা ১৫ মিনিটে স্টেশন ছেড়ে যাবে৷ ট্রেনটি ৬ নম্বর প্লাটফর্মে অপেক্ষা করছে৷ তারাকান্দি গামী অগ্নিবীনা এক্সপ্রেস সাড়ে ১১ টায় স্টেশন ছেড়ে যাবে৷ ট্রেনটি এখন ৫ নম্বর প্লাটফর্মে অপেক্ষা করছে৷ খুলনাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ১১ টা ৪০ মিটিনে ছেড়ে যাবে৷ ট্রেনটি এখন শহরতলী স্টেশনে অপেক্ষারত আছে৷
কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, আজকে সবগুলো ট্রেনই সময়মতো স্টেশন ছেড়ে গেছে৷ কোনো ট্রেনই বিলম্বে যাত্রা করেনি৷ নির্বিঘ্নে ও নিরাপদে যাত্রীরা বাড়ি ফিরতে পারছে৷
নিউজটি শেয়ার করুন