ট্রাম্পের ওপর হামলা : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া
- আপডেট সময় : ১১:৪০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- / 73
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জনসভায় বন্দুক হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন এক হামলাকারী একাধিক গুলি ছুড়েন। গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে।
একাধিক দেশের নেতারা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন, রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন এবং ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র ট্রাম্পের জনসভায় বন্দুক হামলার নিন্দা করেছেন এবং এটিকে ‘রাজনৈতিক সহিংসতা’ বলে অভিহিত করেছেন।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এক বিবৃতিতে বলেছেন, ‘গণতন্ত্র বিরোধী যে কোনো সহিংসতার বিপক্ষে আমরা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত আরোগ্যের প্রার্থনা করি।’
হামলায় দর্শক সারিতে থাকা একজন নিহত ও আরও দুজন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার পর ট্রাম্প ভালো আছেন বলে জানিয়েছে তার প্রচারণা শিবির। মার্কিন সিক্রেট সার্ভিস বলছে, ঘটনাটি একটি হত্যা প্রচেষ্টা হিসেবে তদন্ত করা হচ্ছে।
৭৮ বছর বয়সী ট্রাম্প তার ট্রুথ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, তার ডান কানের ওপরের অংশে গুলি লেগেছে এবং অনেক রক্তপাত হয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ‘জনসভায় ট্রাম্পের আহত হওয়ার দৃশ্যের ফুটেজ দেখে আমি আতঙ্কিত হয়েছি। আমাদের সমাজে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। এমন ঘটনার নিন্দা জানাই। হামলার শিকার সবার প্রতি সমবেদনা জানাই।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ বলেছেন, ‘বন্দুক হামলার এ ঘটনাটি খুব উদ্বেগজনক।’
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, এ ঘটনা তাকে বিচলিত করেছে। তিনি বলেন, ‘রাজনৈতিক সহিংসতা কখনই গ্রহণযোগ্য নয়।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘ট্রাম্পের ওপর হামলায় আমি হতবাক হয়েছি। আমার তার নিরাপত্তা ও দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি।’
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ন্যাটোর শীর্ষ সম্মেলনের জন্য গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের সময় ট্রাম্পের সাথে দেখা করেছিলেন। তিনি বলেন, ‘এমন দুর্যোগপূর্ণ সময়ে আমি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য প্রার্থনা করি।’
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা গুলির ঘটনাটিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন এবং অন্যদেরও এ ঘটনার নিন্দা করার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আক্রমণ অবশ্যই রাজনীতিতে গণতন্ত্র এবং সংলাপের সকল রক্ষকদের দ্বারা কঠোরভাবে প্রত্যাখ্যান করা উচিত। আমরা আজ যা দেখলাম তা অগ্রহণযোগ্য।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পকে বন্ধু হিসেবে অভিহিত করে তার দ্রুত সুস্থতা কামনা করে বলেছেন, ‘এ ঘটনার তীব্র নিন্দা জানাই। রাজনীতি ও গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই।’
নিউজটি শেয়ার করুন