সংবাদ শিরোনাম ::
ওমানে স্রোতে ভেসে গেল গাড়ি, নিহত ১২
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
অবিরাম বৃষ্টির পর ওমানের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার তীব্রতায় অনেকে ঘরে আটকে পড়েছেন এবং অনেকেই যানজটে আটকা পড়েছেন।
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আবহাওয়াজনিত দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন। স্রোতের তোড়ে যানবাহন ভেসে গেলে এ নিহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক ও নয়জন শিক্ষার্থী এবং একজন বিদেশি নাগরিকও রয়েছেন।
রোববার (১৪ এপ্রিল) দেশটির নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে জিনহুয়া ডট কম।
ওমানের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কমিটির অনুসন্ধান ও উদ্ধার সেক্টর জানিয়েছে, দুর্যোগে দ্রুত প্রবাহিত পানিতে বেশ কয়েকটি যানবাহন ভেসে যায়। এতে ১২ জন নিহত হয়েছেন। এছাড়া উত্তর আ’শরকিয়াহ গভর্নরেটে নিখোঁজ পাঁচ নাগরিককে খুঁজে বের করতে অনুসন্ধান চলছে।