ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

 

টঙ্গীতে ১৩ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • / 66
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

গাজীপুরের টঙ্গী‌তে নির্ধারিত সময়ে বেতন দেওয়াসহ ১৩ দফা দাবিতে বি‌ক্ষোভ করছেন গা‌র্মেন্টস এক্স‌পোর্ট ভি‌লেজ লি‌মি‌টেডের দুই কারাখানার শ্রমিকরা। রোববার আড়াইটায় টঙ্গী পূর্ব থানার পেছনে দুই কারখানার সাম‌নে এ বি‌ক্ষোভ শুরু হয়। বিকেল ৪টা ২০মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলছিল।

শ্রমিকরা জানান, গার্মেন্টস এক্স‌পোর্ট ভি‌লেজের দুটি কারখানা রয়েছে। এক‌টি মা টাওয়ার ও অন্যটি আলম টাওয়ার না‌মে প‌রি‌চিত। কারখানায় প্রায় ১০ হাজার শ্রমিক কাজ ক‌রেন। আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-

সব কর্মচা‌রীকে‌ ৭ তা‌রি‌খের ম‌ধ্যে বেতন দি‌তে হ‌বে। হা‌জিরা বোনাস ১ হাজার টাকা কর‌তে হ‌বে। বেতন ১৫ শতাংশ বৃ‌দ্ধি কর‌তে হ‌বে। ১৮ দি‌নের ছু‌টির টাকা একসঙ্গে দি‌তে হ‌বে। চাকরি ছাড়ার ১৫ দি‌নের ম‌ধ্যে সা‌র্ভিস বিল দি‌তে হ‌বে। ৬ মাস চাক‌রি মেয়াদ হ‌লেও ঈদ বোনাস দি‌তে হ‌বে।

শ্রমিক শ‌ফিকুল ইসলাম ব‌লেন, দা‌বিগু‌লো যখনই উপস্থাপন করা হয়, তখনই কারখানার কর্তৃপক্ষ শ্রমিক‌দের সঙ্গে খারাপ ব্যবহার করেন ও চাক‌রিচ‌্যুত ক‌রে দেয়। কোনো ছু‌টি দেওয়া হয় না। এ ছাড়া অসুস্থ হলে চি‌কিৎসাসেবা পাওয়া যায় না।

এ বিষয়ে গাজীপুর শিল্প পু‌লি‌শের সি‌নিয়র সহকা‌রী পু‌লিশ সুপার মোশারফ হো‌সেন ব‌লেন, শ্রমিক‌দের দা‌বি-দা‌ওয়া নি‌য়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চল‌ছে।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

টঙ্গীতে ১৩ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় : ১১:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

 

গাজীপুরের টঙ্গী‌তে নির্ধারিত সময়ে বেতন দেওয়াসহ ১৩ দফা দাবিতে বি‌ক্ষোভ করছেন গা‌র্মেন্টস এক্স‌পোর্ট ভি‌লেজ লি‌মি‌টেডের দুই কারাখানার শ্রমিকরা। রোববার আড়াইটায় টঙ্গী পূর্ব থানার পেছনে দুই কারখানার সাম‌নে এ বি‌ক্ষোভ শুরু হয়। বিকেল ৪টা ২০মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলছিল।

শ্রমিকরা জানান, গার্মেন্টস এক্স‌পোর্ট ভি‌লেজের দুটি কারখানা রয়েছে। এক‌টি মা টাওয়ার ও অন্যটি আলম টাওয়ার না‌মে প‌রি‌চিত। কারখানায় প্রায় ১০ হাজার শ্রমিক কাজ ক‌রেন। আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-

সব কর্মচা‌রীকে‌ ৭ তা‌রি‌খের ম‌ধ্যে বেতন দি‌তে হ‌বে। হা‌জিরা বোনাস ১ হাজার টাকা কর‌তে হ‌বে। বেতন ১৫ শতাংশ বৃ‌দ্ধি কর‌তে হ‌বে। ১৮ দি‌নের ছু‌টির টাকা একসঙ্গে দি‌তে হ‌বে। চাকরি ছাড়ার ১৫ দি‌নের ম‌ধ্যে সা‌র্ভিস বিল দি‌তে হ‌বে। ৬ মাস চাক‌রি মেয়াদ হ‌লেও ঈদ বোনাস দি‌তে হ‌বে।

শ্রমিক শ‌ফিকুল ইসলাম ব‌লেন, দা‌বিগু‌লো যখনই উপস্থাপন করা হয়, তখনই কারখানার কর্তৃপক্ষ শ্রমিক‌দের সঙ্গে খারাপ ব্যবহার করেন ও চাক‌রিচ‌্যুত ক‌রে দেয়। কোনো ছু‌টি দেওয়া হয় না। এ ছাড়া অসুস্থ হলে চি‌কিৎসাসেবা পাওয়া যায় না।

এ বিষয়ে গাজীপুর শিল্প পু‌লি‌শের সি‌নিয়র সহকা‌রী পু‌লিশ সুপার মোশারফ হো‌সেন ব‌লেন, শ্রমিক‌দের দা‌বি-দা‌ওয়া নি‌য়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চল‌ছে।