টঙ্গীতে ১৩ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
- আপডেট সময় : ১১:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
- / 66
গাজীপুরের টঙ্গীতে নির্ধারিত সময়ে বেতন দেওয়াসহ ১৩ দফা দাবিতে বিক্ষোভ করছেন গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেডের দুই কারাখানার শ্রমিকরা। রোববার আড়াইটায় টঙ্গী পূর্ব থানার পেছনে দুই কারখানার সামনে এ বিক্ষোভ শুরু হয়। বিকেল ৪টা ২০মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলছিল।
শ্রমিকরা জানান, গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজের দুটি কারখানা রয়েছে। একটি মা টাওয়ার ও অন্যটি আলম টাওয়ার নামে পরিচিত। কারখানায় প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করেন। আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-
সব কর্মচারীকে ৭ তারিখের মধ্যে বেতন দিতে হবে। হাজিরা বোনাস ১ হাজার টাকা করতে হবে। বেতন ১৫ শতাংশ বৃদ্ধি করতে হবে। ১৮ দিনের ছুটির টাকা একসঙ্গে দিতে হবে। চাকরি ছাড়ার ১৫ দিনের মধ্যে সার্ভিস বিল দিতে হবে। ৬ মাস চাকরি মেয়াদ হলেও ঈদ বোনাস দিতে হবে।
শ্রমিক শফিকুল ইসলাম বলেন, দাবিগুলো যখনই উপস্থাপন করা হয়, তখনই কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন ও চাকরিচ্যুত করে দেয়। কোনো ছুটি দেওয়া হয় না। এ ছাড়া অসুস্থ হলে চিকিৎসাসেবা পাওয়া যায় না।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
নিউজটি শেয়ার করুন