এ. হাকিম (রঃ) সমাজ কল্যাণ সমিতির বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- / 92
গত শুক্রবার (১২ই এপ্রিল) চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন আলমদারপাড়া গ্রামের বড় মৌলভী বাড়ীতে এ. হাকিম (রঃ) সমাজ কল্যাণ সমিতির বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও নাতে রাসুল (সাঃ) মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা ও মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কে, এম, আজম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মাহফুজুর রহমান ফাহাদ।
সভাপতিত্ব করেন বড় মৌলভী বাড়ী জামে মসজিদের সভাপতি সৈয়দ বদরুল ইসলাম মানিক। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন এ, হাকিম (রঃ) সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা মোহাঃ জাহেদুল ইসলাম এবং উপস্থাপনায় ছিলেন উক্ত সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আজিম।
উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে সাংবাদিক মোঃ খোরশেদ আলম, মোঃ আরিফ টিপু, মোঃ মোহসিন ফরিদ, মোঃ মহিউদ্দিন, মোঃ শাহজাহান, আবদুল খালেক, সৈয়দ মোঃ মাসুদুল ইসলাম, আবুল ফজল ও মোঃ আনাস খোন্দকার উপস্থিত ছিলেন এবং সমিতির সাফল্য কামনা করে সবাই মূল্যবান বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ড. কে, এম, আজম চৌধুরী তার বক্তব্যের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন।
এই অসঙ্গতি কাটিয়ে আজকের এই দিনে ছাত্র ও যুব সমাজকে ন্যায় প্রতিষ্ঠা ও নিষ্ঠার সহিত সমাজ গড়ার সংকল্প নিয়ে এই সমিতিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। এই সমিতির সকল লক্ষ্য ও উদ্দেশ্যকে তিনি স্বাগত জানান। পরিশেষে তিনি এই কল্যাণ সমিতির সফলতা কামনা করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ হাকিম (রঃ) সমাজ কল্যাণ সমিতির বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী কার্যক্রম শুরু হয় বাদ ফজর খতমে কোরআন এর মাধ্যমে। এরপর সকাল ১০টা থেকে নাত ও কেরাত প্রতিযোগিতা আরম্ভ হয়। বাদ আছর আলোচনা সভা ও বাদ মাগরিব বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাদ এশা নাতে রাসুল (সাঃ) ও মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
নিউজটি শেয়ার করুন