ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

 

আড়াই মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • / 69
ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

আলুর আমদানির ক্ষেত্রে শুল্ক ১৫ শতাংশ থেকে ৩ শতাংশ শুল্ক কমিয়ে নেওয়ার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় আলু বোঝাই দুটি ট্রাক প্রবেশের মধ্যে দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়। মেসার্স প্রিয়ম এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের জলপাইগুড়ি থেকে এসব আলু আমদানি করছে।

এর আগে চলতি বছরের ৮ জুলাই এ বন্দর দিয়ে সর্বশেষ আলু আমদানি হয়েছিল জানিয়ে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ১৫ জন আমদানিকারক ভারত থেকে প্রায় ২২ হাজার মেট্রিক টন আলু আমদানি করবেন।

হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ জুলাই হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ দিনে ভারতীয় একটি ট্রাকে ২৫ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছিল। আজ বুধবার দুপুরে দুটি ট্রাকে ৪৭ মেট্রিক টন আলু আমদানি করা হয়।

আজ বিকেলে হিলি খুচরা বাজারে দেখা যায়, দেশীয় কাঠিনাল বড় আলু ৫০, ছোট গোল লাল আলু ৫৫, বিলেতি ৬৫ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ২-৫ টাকা দাম কমেছে।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি নাসির উদ্দিন বলেন, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে কম শুল্কে বুধবার থেকে ভারতীয় আলু আমদানি শুরু হয়েছে। প্রতি মেট্রিক টন আলু ১৮০ মার্কিন ডলারে আমদানি হচ্ছে। এতে আমদানি করা আলু পাইকারি বাজারে ৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানীকৃত আলু ৪২ টাকার নিচে বিক্রি করলে লোকসান গুনতে হবে।

আলু আমদানির খবরে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসতে শুরু করেছেন।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

আড়াই মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু

আপডেট সময় : ০৫:৫৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

 

আলুর আমদানির ক্ষেত্রে শুল্ক ১৫ শতাংশ থেকে ৩ শতাংশ শুল্ক কমিয়ে নেওয়ার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় আলু বোঝাই দুটি ট্রাক প্রবেশের মধ্যে দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়। মেসার্স প্রিয়ম এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের জলপাইগুড়ি থেকে এসব আলু আমদানি করছে।

এর আগে চলতি বছরের ৮ জুলাই এ বন্দর দিয়ে সর্বশেষ আলু আমদানি হয়েছিল জানিয়ে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ১৫ জন আমদানিকারক ভারত থেকে প্রায় ২২ হাজার মেট্রিক টন আলু আমদানি করবেন।

হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ জুলাই হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ দিনে ভারতীয় একটি ট্রাকে ২৫ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছিল। আজ বুধবার দুপুরে দুটি ট্রাকে ৪৭ মেট্রিক টন আলু আমদানি করা হয়।

আজ বিকেলে হিলি খুচরা বাজারে দেখা যায়, দেশীয় কাঠিনাল বড় আলু ৫০, ছোট গোল লাল আলু ৫৫, বিলেতি ৬৫ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ২-৫ টাকা দাম কমেছে।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি নাসির উদ্দিন বলেন, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে কম শুল্কে বুধবার থেকে ভারতীয় আলু আমদানি শুরু হয়েছে। প্রতি মেট্রিক টন আলু ১৮০ মার্কিন ডলারে আমদানি হচ্ছে। এতে আমদানি করা আলু পাইকারি বাজারে ৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানীকৃত আলু ৪২ টাকার নিচে বিক্রি করলে লোকসান গুনতে হবে।

আলু আমদানির খবরে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসতে শুরু করেছেন।