ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

 

শাকিবের সাক্ষাতে মুগ্ধতা যেন কাটতে চাইছে না সৌমিতৃষার

ডেইলি আর্থ অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / 80

শাকিব খান ও সৌমিতৃষা

ডেইলি আর্থ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

একজন ঢালিউডের সুপারস্টার, আরেকজন পশ্চিমবঙ্গের টেলিভিশনের আদরের মিঠাইরানি। মিঠাই সিরিয়ালের সুবাদে সৌমিতৃষা কুণ্ডুর জনপ্রিয়তা আকাশছোঁয়া। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এখন বড় পর্দায় পা রেখেছেন তিনি।

এই অভিনেত্রীর অভিষেক ছবি ছিল সুপারস্টার দেবের বিপরীতে। এবার শাকিব খানের পাশে এই টলি সুন্দরী! দর্শকরাও ভাবছেন ব্যাপারটা কী?

সোমবার রাতে সেজেছিল কলকাতা। শহরের এক সাত তারকা হোটেলে বসেছিল চাঁদের হাট। যেখানে অংশ নিতে বরবাদের শুটিং ছেড়ে মুম্বাই থেকে কলকাতা উড়ে আসেন সুপারস্টার শাকিব খান।

উপলক্ষ্য ছিল, এসকে মুভিজের একসঙ্গে ১৮টি সিনেমা ঘোষণার অনুষ্ঠানে অংশ নেও। যার অন্যতম শাকিব খানের ‘দরদ’। দুলু মিয়া হয়ে আগামী ১৫ নভেম্বর রুপালি পর্দায় ধরা দেবেন শাকিব, সেখানে তার নায়িকা বলিউডের সোনাল চৌহান।

তবে সোমবার শাকিবের পাশে পাওয়া গেল সৌমিতৃষাকে। কালো স্লিভলেস টপ, শিমারি জ্যকেট আর শর্টসে নিজেকে মেলে ধরলেন মিঠাইরানি।

অনুষ্ঠানের ফাঁকে জমল দুজনের আড্ডা, ক্যামেরার সামনে দুজনের রসায়ন দেখেই স্পষ্ট এটা তাদের প্রথম আলাপ নয়। শাকিব-সৌমিতৃষা কি খুব শিগগির পর্দায় জুটি বাঁধবে? প্রশ্ন ছুড়তে দেরি করেনি সংবাদমাধ্যম।

শাকিবে মুগ্ধ হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী। তিনি বলেন, ‘খুব ভালো লাগল কথা বলে। আমাদের এখানকার সুপারস্টাররা, দেবদা, জিৎদা যতটা আন্তরিক, শাকিব খানও ঠিক ততটাই আন্তরিক।’

সৌমিতৃষাকে নাকি শাকিব স্পষ্ট বলেছেন, ‘এখানকার অনেক অভিনেত্রীকেই ওপার বাংলার মানুষ অনেক পছন্দ করেন। নিশ্চয় আমরা একসঙ্গে কাজ করব’।

শাকিব কি তার পূর্ব পরিচিত? প্রশ্ন শুনে সৌমিতৃষা বলেলন, ‘হ্য়াঁ, ওই আর কী! সেরকমভাবে নয়। তবে খুব আন্তরিক মানুষ। তাই তো আমরা গর্ব করে বলি আমরা বাঙালি’।

শাকিবের সঙ্গে ভবিষ্যতে কোনও প্রজেক্টে জুটি বাঁধবেন কি না, সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বললেন না। অভিনেত্রীর কথায়, ‘প্ল্যান করে তো জীবনে কিছু হয় না। আশা করতে পারি, যেটা জীবনে তোমার প্রাপ্য সেটা হবেই’।

এদিনের অনুষ্ঠানের মধ্যমণি হয়ে থাকলেন শাকিব। তাকে কলকাতায় স্বাগত জানিয়ে বুকে জড়ালেন সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো পরিচালকরা। দরদ পরিচালক অনন্য মামুনের সঙ্গে এদিন মঞ্চ ভাগ করে নেন শাকিব।

তিনি স্পষ্ট বলেন, ‘এখানে বসে অনেক চমৎকার চমৎকার ছবির টিজার দেখলাম, আমি খুব নার্ভাস ছিলাম দরদের টিজার দেখাতে এত ছবির সামনে। লন্ডনের সব চমৎকার সেটে তৈরি ছবি….আমাদের দরদে কিন্তু এত আয়োজন নেই। তবে ছবিটা খুব দরদ দিয়ে বানিয়েছি’।

এদিন এপার-ওপারকে মিলিয়ে দিলেন শাকিব খান। দুই বাংলা যাতে একসঙ্গে আরও কাজ করে সেই ইচ্ছে প্রকাশ করলেন বাংলাদেশি সুপারস্টার।

 

নিউজটি শেয়ার করুন

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 

ট্যাগস :

 

 

শাকিবের সাক্ষাতে মুগ্ধতা যেন কাটতে চাইছে না সৌমিতৃষার

আপডেট সময় : ০৪:৪৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

 

একজন ঢালিউডের সুপারস্টার, আরেকজন পশ্চিমবঙ্গের টেলিভিশনের আদরের মিঠাইরানি। মিঠাই সিরিয়ালের সুবাদে সৌমিতৃষা কুণ্ডুর জনপ্রিয়তা আকাশছোঁয়া। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এখন বড় পর্দায় পা রেখেছেন তিনি।

এই অভিনেত্রীর অভিষেক ছবি ছিল সুপারস্টার দেবের বিপরীতে। এবার শাকিব খানের পাশে এই টলি সুন্দরী! দর্শকরাও ভাবছেন ব্যাপারটা কী?

সোমবার রাতে সেজেছিল কলকাতা। শহরের এক সাত তারকা হোটেলে বসেছিল চাঁদের হাট। যেখানে অংশ নিতে বরবাদের শুটিং ছেড়ে মুম্বাই থেকে কলকাতা উড়ে আসেন সুপারস্টার শাকিব খান।

উপলক্ষ্য ছিল, এসকে মুভিজের একসঙ্গে ১৮টি সিনেমা ঘোষণার অনুষ্ঠানে অংশ নেও। যার অন্যতম শাকিব খানের ‘দরদ’। দুলু মিয়া হয়ে আগামী ১৫ নভেম্বর রুপালি পর্দায় ধরা দেবেন শাকিব, সেখানে তার নায়িকা বলিউডের সোনাল চৌহান।

তবে সোমবার শাকিবের পাশে পাওয়া গেল সৌমিতৃষাকে। কালো স্লিভলেস টপ, শিমারি জ্যকেট আর শর্টসে নিজেকে মেলে ধরলেন মিঠাইরানি।

অনুষ্ঠানের ফাঁকে জমল দুজনের আড্ডা, ক্যামেরার সামনে দুজনের রসায়ন দেখেই স্পষ্ট এটা তাদের প্রথম আলাপ নয়। শাকিব-সৌমিতৃষা কি খুব শিগগির পর্দায় জুটি বাঁধবে? প্রশ্ন ছুড়তে দেরি করেনি সংবাদমাধ্যম।

শাকিবে মুগ্ধ হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী। তিনি বলেন, ‘খুব ভালো লাগল কথা বলে। আমাদের এখানকার সুপারস্টাররা, দেবদা, জিৎদা যতটা আন্তরিক, শাকিব খানও ঠিক ততটাই আন্তরিক।’

সৌমিতৃষাকে নাকি শাকিব স্পষ্ট বলেছেন, ‘এখানকার অনেক অভিনেত্রীকেই ওপার বাংলার মানুষ অনেক পছন্দ করেন। নিশ্চয় আমরা একসঙ্গে কাজ করব’।

শাকিব কি তার পূর্ব পরিচিত? প্রশ্ন শুনে সৌমিতৃষা বলেলন, ‘হ্য়াঁ, ওই আর কী! সেরকমভাবে নয়। তবে খুব আন্তরিক মানুষ। তাই তো আমরা গর্ব করে বলি আমরা বাঙালি’।

শাকিবের সঙ্গে ভবিষ্যতে কোনও প্রজেক্টে জুটি বাঁধবেন কি না, সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বললেন না। অভিনেত্রীর কথায়, ‘প্ল্যান করে তো জীবনে কিছু হয় না। আশা করতে পারি, যেটা জীবনে তোমার প্রাপ্য সেটা হবেই’।

এদিনের অনুষ্ঠানের মধ্যমণি হয়ে থাকলেন শাকিব। তাকে কলকাতায় স্বাগত জানিয়ে বুকে জড়ালেন সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো পরিচালকরা। দরদ পরিচালক অনন্য মামুনের সঙ্গে এদিন মঞ্চ ভাগ করে নেন শাকিব।

তিনি স্পষ্ট বলেন, ‘এখানে বসে অনেক চমৎকার চমৎকার ছবির টিজার দেখলাম, আমি খুব নার্ভাস ছিলাম দরদের টিজার দেখাতে এত ছবির সামনে। লন্ডনের সব চমৎকার সেটে তৈরি ছবি….আমাদের দরদে কিন্তু এত আয়োজন নেই। তবে ছবিটা খুব দরদ দিয়ে বানিয়েছি’।

এদিন এপার-ওপারকে মিলিয়ে দিলেন শাকিব খান। দুই বাংলা যাতে একসঙ্গে আরও কাজ করে সেই ইচ্ছে প্রকাশ করলেন বাংলাদেশি সুপারস্টার।